×

গত দুই বছর আট মাসে মোট ১১,৪৬০টি গাছ ধ্বংস ত্রিপুরাতে! কেন কাটা হচ্ছে এত গাছ ?

গত দুই বছর আট মাসে মোট ১১,৪৬০টি গাছ ধ্বংস ত্রিপুরাতে! কেন কাটা হচ্ছে এত গাছ ?

নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা : প্রিয়াংকা বনিক : ৫ সেপ্টেম্বর

বর্তমানে ত্রিপুরার জাতীয় সড়কের পাশে থাকা বহু পুরোনো গাছ কাটতে আমরা দেখছি। গোটা ত্রিপুরা জুড়ে জাতীয় সড়ক প্রশস্ত করার সুবিধার্থে গত দুই বছর আট মাসে মোট ১১,৪৬০টি গাছ কাটা হয়েছে। বিধানসভায় বাদল অধিবেশনের দ্বিতীয় দিনে একথা জানিয়েছেন বনমন্ত্রী অনিমেশ দেববর্মা।
তিনি জানান ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের আদেশের ভিত্তিতে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক বন সংরক্ষণ বিভাগ দ্বারা একটি নির্দেশিকা তৈরি করেছে।
ওই নির্দেশিকা অনুযায়ী বন সংরক্ষণের ১৯৮০ ধারার অধীনে রৈখিক প্রকল্পের জন্য সরানো বনভূমিতে দাঁড়িয়ে থাকা গাছ কাটার অনুমতি দেওয়ার পদ্ধতিকে সহজ করে। ত্রিপুরা রাজ্য এই নির্দেশিকাগুলি মেনে চলছে।

গাছ কাটলে পরিবেশের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়।

গাছ অপসারণ বা হ্রাসের ফলে জলবায়ু পরিবর্তন, বন্যপ্রাণীর বিলুপ্তি, মাটির ক্ষয় এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন ইত্যাদি ঘটে। গাছের ক্ষতি সম্ভাব্য সব উপায়ে প্রতিটি জৈবিক জীবনকে বিরূপভাবে প্রভাবিত করে। সময়ের সাথে সাথে, এগুলি মানবজাতির পাশাপাশি এই গ্রহে বসবাসকারী অন্যান্য প্রজাতির কাছে আরও বিশিষ্ট হয়ে ওঠে।

সে দিকে নজর রেখে
কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের প্রশ্নের অনিমেষ দেববর্মার এই উত্তর। বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, ভবিষ্যতে মহাসড়ক সম্প্রসারণের জন্য, বিশেষ করে চম্পকনগর থেকে হাতাই কাটার পাহাড় পর্যন্ত কতগুলি গাছ কাটা হবে সে বিষয়ে স্পষ্টতা চেয়েছিলেন। তার জবাবে মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, “বন বিভাগ গাছ কাটতে চায় না। আমরা গাছ রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে সুষম উন্নয়ন করতে হবে। হাইওয়ে সম্প্রসারণের জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের কাছ থেকে প্রস্তাব পেয়েছে, এবং কিছু নিয়ম-কানুনের ভিত্তিতে কর্তৃপক্ষকে গাছ কাটতে হবে।পরিবেশগত প্রভাব তুলে ধরে শ্রী দেববর্মা বলেন, শীত মৌসুমে রাজ্যের নদীগুলি শুকিয়ে যাবে। যে বন ধ্বংসের ফলে হাওড়া নদী শুকিয়ে যেতে পারে। পরিবেশ বাঁচাতে বড়মুড়া রেঞ্জে আরও পুরনো গাছ কাটা এড়াতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

বর্তমানে কান পাতলেই শোনা – স্মার্ট সিটি আগরতলা। কিন্তু আগরতলা সহ গোটা ত্রিপুরাকে উন্নত করতে হলে দিশায় এগিয়ে যেতে হবে। বিভিন্ন সময় রাস্তা বড় করার জন্য সাধারণ মানুষকে পথে বসে অবরোধ করতে দেখা যায়। এবার সমস্যা হচ্ছে রাস্তা বড় করতে হলে রাস্তার পাশে যে পুরোনো গাছ গুলো সেগুলো কেটে ফেলতে হবে। এছাড়া ও সময়ের মধ্যে পুরোনো গাছ না কাটলে পরবর্তীতে গাছ রাস্তায় পড়ে সমস্যার সৃষ্টি হতে পারে। সে সব দিকে নজর দিয়েই গাছ কাটার পরিমাণ কিছু ক্ষেত্রে দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

Post Comment

You May Have Missed