×

ত্রিপুরায় কনস্টেবল পদে নিয়োগ শুরু হবে। জানুন বিস্তারিত।

ত্রিপুরায় কনস্টেবল পদে নিয়োগ শুরু হবে। জানুন বিস্তারিত।

নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা :প্রিয়াংকা বনিক : ১ সেপ্টেম্বর

স্বরাষ্ট্র দপ্তরের অধীনে ৯১৬টি পুরুষ ও মহিলা পুলিশ কনস্টেবল পদে শূন্যপদ পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সঙ্গে পূর্বে ১০০০ কনস্টেবল পদের পরীক্ষা নেওয়া হয়েছিল শীঘ্রই এর নিয়োগ প্রক্রিয়া শুরু হবে জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যে মন্ত্রিসভার বৈঠকে আরও বিভিন্ন দপ্তরের লোক নিয়োগ এবং নতুন পদ সৃষ্টিসহ বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছে।
শনিবার এক সাংবাদিক বৈঠক করে খাদ্য ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রিসভার সিদ্ধান্তগুলি জানান। তিনি বলেন আগামী ৭ বা ৮ সেপ্টেম্বর ২,৫০০ গ্রুপ ডি পদে পরীক্ষা নেওয়া চূড়ান্ত ফলপ্রকাশ করবে জে আরবিটি দপ্তর। মন্ত্রী আরও জানান, পর্যটন দপ্তরের অধীনে ৫১ টি বিভিন্ন ক্যাটাগরির পদসৃষ্টি ও পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। পদগুলির মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ার, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ সি এবং গ্রুপ ডি ইত্যাদি।

www.mimipickle.in

এই সাংবাদিক সম্মেলন থেকে জানা যায় তথ্য ও প্রযুক্তি দপ্তরের অধীনে ৮ জন সিনিয়র ইনফরমেটিভ অফিসার সহ একজন লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে স্বরাষ্ট্র দপ্তরের অধীনে কর্মরত এসপি ও-দের বেতন বৃদ্ধি করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে তারা ১২,০০০ টাকা করে মাসিক বেতন পাবেন। এতে করে ৩,৭৭৬ জন এসপিও উপকৃত হবেন। পাশাপাশি তিনি আরো জানান রাজ্যের ১৯ টি পুরো পরিষদ এবং একটি পুরো নিগমের কর্মরত পাম্প অপারেটরদের মজুরি বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে আইরন রিমুভাল প্লান্টের সঙ্গে যুক্ত পাম্প অপারেটরগণ প্রতি মাসে ৭৫০০ টাকা এবং এবং আইআরপির সঙ্গে যুক্ত নন পাম্প অপারেটররা প্রতিমাসের ৭,০০০ টাকা করে পাবেন।এখন থেকে এসপিও- দের বেতন বেড়ে হচ্ছে ১২ হাজার টাকা। তাতে রাজ্য সরকারের ২ কোটি ৪৮ লক্ষ ৫৮ হাজার ৩৬৯ টাকা ব্যয় হবে। পাশাপাশি, পর্যটন দপ্তরে অধীনে বিভিন্ন পদে ৫১ জন নিয়োগ করা হবে। এজন্য অর্থ দপ্তরের প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেছে বলে তিনি জানান।তিনি রাজ্যের ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতির পরিমান বেড়ে দাঁড়ালো প্রায় ১৮ হাজার কোটি টাকা।
এদিন তিনি আরও বলেন, আগরতলা পুর নিগম ও রাজ্যের বাকি পুর পরিষদ এলাকাগুলিতে কর্মরত পাম্প অপারেটরদের বেতন বৃদ্ধি করা হয়েছে। কমপক্ষে ৭ হাজার থেকে সাড়ে ৭ হাজার টাকা করে বেতন প্রদান করতে হবে।

Post Comment