আগামী ৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বর্ষাকালীন অধিবেশন
নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা : প্রিয়াংকা বনিক :২৮ আগস্ট
আগামী ৪ সেপ্টেম্বর ২০২৪ থেকে ত্রিপুরা বিধানসভায় বর্ষাকালীন অধিবেশন শুরু হবে। তিন দিনের অধিবেশন চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। বিজনেস এডভাইজারি কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ। উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মুখ্য সচেতন কল্যাণী, বিধায়ক রামপদ জামাতিয়া, উপধ্যক্ষ রামপ্রসাদ পাল এবং বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী, অনিমেষ দেববর্মা সহ অন্যান্যরা।
মন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন আজ বিধানসভায় বর্ষাকালীন অধিবেশন নিয়ে বিজনেস এডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এদিন তিনি আরও বলেন, ত্রিপুরায় বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে। তাই সর্বসম্মতিক্রমে তিনদিনের অধিবেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই অধিবেশনে দুইটি বিল পেশ করবে ত্রিপুরা সরকার।
Post Comment