জয় শাহ কি বললেন শামিকে নিয়ে? অস্ট্রেলিয়া সিরিজে কি খেলবেন মহম্মদ শামি?
নিজস্ব প্রতিনিধি : প্রিয়াংকা বনিক : ২০ আগস্ট
ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছেন শামি। বোলিংও শুরু করেছেন তিনি। কিন্তু এখনও পুরোদস্তুর ছন্দ পাননি রান আপে। এর মধ্যেই জানা গিয়েছে বোলিং করার সময়ে তিনি ব্যথা অনুভব করছেন না। বোর্ড সচিব জয় শাহকে বলতে শোনা গিয়েছে, “আমাদের দল তৈরি। আমরা জশপ্রীত বুমরাকে বিশ্রাম দিয়েছি। আশা করছি শামিও সময়ের মধ্যে সুস্থ হয়ে যাবে। রোহিত শর্মা, বিরাট কোহলিও ফিট। আমাদের দলে অভিজ্ঞতা রয়েছে। দলটাও অভিজ্ঞ।”
পঞ্চাশ ওভারের বিশ্বকাপে নামার পরে চোট সমস্যায় আর খেলতে পারেননি মহম্মদ শামি। চলতি বছরের শেষে ভারতের অস্ট্রেলিয়া সফর রয়েছে। সেই সিরিজে কি খেলবেন শামি? ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহ জানিয়েছেন, শামির ফিটনেসের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে এনসিএ।
শামিকে জাতীয় দলে কতটা দরকার? সেই প্রসঙ্গে জয় শাহ বলেছেন, “মহম্মদ শামি অস্ট্রেলিয়া সফরে যাবে। ওর অভিজ্ঞতা রয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে শামিকে দরকার আমাদের।”
অস্ট্রেলিয়ার মাটিতে শামির রেকর্ড বেশ ভালো। আটটি টেস্ট থেকে ৩১টি উইকেট নিয়েছেন। এর মধ্যে দুবার পাঁচ উইকেটও রয়েছে। অস্ট্রেলিয়ার পরিবেশকে দারুণ ভাবে কাজে লাগাতে পারেন শামি। সেই কারণেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ভারতীয় দলের অন্যতম সম্পদ তিনি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ (Border Gavaskar Trophy 2024) খেলবে ভারত। ২২ নভেম্বর থেকে শুরু প্রথম টেস্ট। পারথে বল গড়াবে সেই টেস্টের। অ্যাডিলেডে ৬ ডিসেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। পঞ্চম টেস্ট হবে ৩ জানুয়ারি। আগের বার চারটি টেস্ট হয়েছিল দুদলের মধ্যে। এবার পাঁচটি টেস্ট হবে।
মোহাম্মদ শামি সম্প্রতি বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) নেপালের ক্রিকেটারদের সাথে একটি বিশেষ পরামর্শ সেশনের আয়োজন করেন। তিনি নেপালের উদীয়মান পেসারদের সাথে তার অভিজ্ঞতা ও কৌশল নিয়ে আলোচনা করেন। ছবিতে দেখা যাচ্ছে শামি নেপালের বোলারদের সাথে আলোচনা করছেন, তাদেরকে খেলার বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক পরামর্শ দিচ্ছেন।
শামির এই উদারতা নেপালি ক্রিকেটারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে শামির পরামর্শ নিঃসন্দেহে নেপালের উদীয়মান প্রতিভাদের ভবিষ্যৎ উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবে। শামির মতো একজন ক্রিকেটারের কাছ থেকে সরাসরি পরামর্শ গ্রহণ করা নেপালি ক্রিকেটারদের জন্য একটি অসাধারণ সুযোগ।
Post Comment