বঙ্গোপসাগরে নিম্নচাপ! সকাল থেকেই আগরতলা সহ ত্রিপুরার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ভারী বৃষ্টি।
নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা : প্রিয়াংকা বনিক : ২০ আগস্ট
সোমবার সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। যত সময় বেড়েছে বৃষ্টির পরিমাণ ও বেড়েছে।
আগমী দুইদিন ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দফতর।
সকাল থেকে ত্রিপুরায় ভারী বৃষ্টিপাতে জনজীবনে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে।
এদিকে, আবহাওয়া দফতর আগামী ২৪ ঘন্টায় সিপাহীজলা এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় কমলা সর্তকতা এবং বজ্রবিদ্যুৎ ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সর্তকতা জারি করেছে। তেমনি আগামী ২৪ ঘন্টায় রাজ্যের সব জেলায় হলুদ সর্তকতা জারি করেছে।
সোমবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। আজ দিনভর বৃষ্টিপাতে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ম ২৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ সকালে সর্বনিম্ম তাপমাত্রা সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল।
মৌসম বিভাগ জানিয়েছে, আজ এখন পর্যন্ত আগরতলায় ৯.৯ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তেমনি, পশ্চিম ত্রিপুরা জেলার এডিনগরে ৫ এমএম, বোধজংনগরে ৮ এমএম, ডিএম অফিসে ১২ এমএম, সচিবালয়ে ৮ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তেমনি, সিপাহীজলা জেলার সোনামুড়ায় ৩৬ এমএম, বিশ্রামগঞ্জে ১৭.৪ এমএম, গজারিয়ায় ২২ এমএম এবং সোনামুড়ার মোহনবাগ ৪১ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। খোয়াই জেলায় ৩.৪ এমএম এবং তেলিয়ামুড়ায় ১৫ এমএম, গোমতী জেলায় উদয়পুরে ১৪.২ এমএম, অমরপুরে ৩০.২ এমএম, করবুকে ১২ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায় ৫৪.২ এমএম, সাব্রুমে ৫৯ এমএম, বাগাফা ৫৬.৮ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তেমনি, উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে ১৮ এমএম, কাঞ্চনপুরে ১১ এমএম, কদমতলায় ২৪ এমএম এবং নতুনবাজার ৭৩.২ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তেমনি, ঊনকোটি জেলায় কুমারঘাটে ৫৫ এমএম এবং কৈলাসহরে ১১ এমএম, কুমারঘাটে ১৯.২ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ধলাই জেলায় গন্ডাছড়ায় ৪.৬ এমএম, কমলপুরে ১১ এমএম এবং মনুঘাটে ৪.২ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এছাড়া ও আগেই এই ভারী বৃষ্টির বিষয়ে সতর্ক করে দিয়েছিল মৌসম ভবন।
আবহাওয়ার বিরাট রদবদল বঙ্গে। দুর্যোগ শুরু। চলবে আর কতদিন? সব জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। সর্বশেষ পূর্বাভাস বলছে, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি এই মুহূর্তে দক্ষিণ বাংলাদেশে অবস্থান করছে।
সোমবার নিম্নচাপটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘণ্টায় এটি আরও শক্তিশালী হয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে নিম্নচাপ।
এই সিস্টেমের জেরেই চলবে লাগাতার বৃষ্টি। দক্ষিণবঙ্গে রবিবার থেকে বুধবার অর্থাৎ ১৮ থেকে ২১ অগাস্ট পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এই সময়ে বৃষ্টির পরিমাণও বেশি থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে একাধিক জেলা।
সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা।
1 comment