২০০ কোটি ছুঁই ছুঁই শ্রদ্ধার ছবি “স্ত্রী২”
নিজস্ব প্রতিনিধি : প্রিয়াংকা বনিক : ২০ আগস্ট
শুরু থেকেই ছক্কা হাঁকাচ্ছে রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী 2’। ২০১৮ সালের এই ছবির প্রথম সিকুয়াল হিট হওয়ার পর থেকেই ছবির দ্বিতীয় পার্ট দেখার জন্যে বসেছিলেন ভক্তরা। অবশেষে ৬ বছর অপেক্ষার পর ১৫ অগস্ট মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত চলচ্চিত্র স্ত্রী ২। ছবির টিজার ট্রেলার দেখেই বোঝা যাচ্ছিল, ছবিটি ফাটাফাটি হতে চলেছে।
স্ত্রী 2-এর সঙ্গে একই দিনে মুক্তি পেয়েছে জন আব্রাহামের ভেদা এবং অক্ষয় কুমারের ‘খেল খেল মে’, কিন্তু বক্সঅফিসে দুটি ছবিই হোঁচট খাচ্ছে। ওদিকে স্ত্রী ২, রীতিমতো বক্সঅফিসে রাজত্ব কায়েম করছে। ১৫ আগস্ট ও ১৬ অগস্ট দুদিনেই ছবির বক্সঅফিস আয় ১০০ কোটি অতিক্রম করেছিল। তবে ১৭ আগস্ট শনিবার আরও বৃদ্ধি পেয়েছে ছবির আয়। শনিবার ছবিটি ৪০ শতাংশের একটু বেশি আয় করেছে। বক্স অফিসে তৃতীয় দিনে (১৭ আগস্ট), হরর-কমেডি ৪৪ কোটি টাকা আয় করেছে বলে প্রাথমিক অনুমান। সুতরাং তিনদিন পর, স্ত্রী 2 -এর মোট আয় ১৪৪ কোটি টাখা। এটি রবিবার (১৮ আগস্ট) ১৫০ কোটি টাকার মাইলফলক অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে। মুক্তির দিন অর্থাৎ ১৫ অগস্ট ছবিটির আয় ছিল ৫৫.৪০ কোটি টাকা।
বিশ্বব্যাপী, ছবিটি এখনও পর্যন্ত প্রায় ১৭০ কোটি টাকা ছুঁয়েছে। বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, ছবিটি সোমবারের মধ্যে ২০০ কোটি টাকার ক্লাবে প্রবেশ করবে, বলে জানা যাচ্ছে। 2898 খ্রিস্টাব্দের কল্কি- এর হিন্দি সংস্করণ বাদ দিয়ে স্ত্রী 2 হবে একমাত্র বলিউড ফিল্ম, যা এই কৃতিত্ব অর্জন করবে ২০২৪ সালে। হৃতিক রোশনের ফাইটার ১৯৯.৪৫ কোটি টাকা আয় করেছিল। অভিযোগে বক্সঅফিসে স্ত্রী 2 সুনামির মধ্যে, জন আব্রাহামের বেদা এবং অক্ষয় কুমারের খেল খেল মে সপ্তাহান্তে মাত্র ৫ কোটি টাকা আয় করেছে। ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক রিপোর্ট করেছে যে, ১৭ আগস্ট শনিবার, বেদা প্রাথমিক অনুমান অনুসারে ২.৪০ কোটি টাকা আয় করেছে, খেল খেল মে ২.৮৫ কোটি রুপি আয় করেছে। তিন দিন পর, জন আব্রাহাম ফিল্মটি ১০.৫৫ কোটি টাকা আয় করেছে। কিন্তু অক্ষয় কুমারের কমেডি-ড্রামা এখনও পর্যন্ত ১০ কোটি টাকাও ছুঁতে ছুঁতে পারেনি। এটি এখন পর্যন্ত ৯.৯৫ কোটি টাকা আয় করেছে। ২০২১ সালে মুক্তি পাওয়া সূর্যবংশীর পর থেকে, অক্ষয় তার কোনো চলচ্চিত্রে সাফল্যের মুখ দেখেনি। আবারও ব্যর্থতার মুখ দেখল এই ছবি।
পুরো রহস্যে হরর, কমেডিতে মোড়া স্ত্রী 2। দর্শক এবং সমালোচক দের দ্বারাও দারুণ প্রশংসা কুড়িয়েছে এই ছবি। ছবি মুক্তির আগেই ছবিটির প্রায় ৪৬ কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। আজ ছবি মুক্তির চতুর্থ দিন। সূত্র অনুযায়ী, এখনও পর্যন্ত ১৪০ কোটি টাকা আয় করে ফেলেছে স্ত্রী 2 গোটা বিশ্বজুড়ে।
Post Comment