আর জি কর ঘটনার প্রতিবাদে রাজবাড়ির সামনে সামিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।
নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা : প্রিয়াংকা বনিক :১৭ আগস্ট
পশ্চিমবঙ্গের আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে দলবদ্ধ ধর্ষন ও হত্যার প্রতিবাদে সামিল হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।কলকাতার আর.জি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী মহিলা চিকিৎসক’কে দলবদ্ধ ধর্ষণ এবং নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে গোটা দেশ বর্তমানে বিক্ষোভে ফেটে পড়ছে। এর থেকে বাদ যায়নি আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরাও। কলকাতার আর জি কর মেডিকেল কলেজের ডাক্তার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ও সুষ্ঠু বিচার চেয়ে শনিবার রাজধানী আগরতলার রাজবাড়ির সামনে প্রতিবাদ জানায়অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ । এইদিন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সংগঠনের নেত্রী জানান এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে আগেও ঘটেছে পশ্চিমবঙ্গ সরকার কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না কলকাতার আর জিকর হাসপাতালে পুরুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার সঠিক বিচার যাতে হয় তার আবেদন রাখেন।
প্রসঙ্গত,, শুক্রবার আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার হল থেকে এক তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা যায়, সেই তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল গোটা রাজ্য। আরজি কর হাসপাতালে টানা অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন চিকিৎসকেরা। তাঁরাই সন্দীপ ঘোষ সম্পর্কে একের পর এক তথ্য তুলে ধরছেন। জানা যাচ্ছে, আরজি কর হাসপাতালকে একেবারে নিজের স্বেচ্ছাচারী কায়দায় চালাতেন সন্দীপ। অন্য কারুর মতামত গ্রাহ্যের মধ্যে আনতেন না। তাছাড়া ডাক্তারি পড়ার সময় কাউকে পাশ বা ফেল করানো নির্ভর করত সন্দীপের সিদ্ধান্তের ওপর। এবং, সেক্ষেত্রে নাকি তিনি মোটা টাকা ঘুষ নিতেন! তাছাড়াও অভিযোগ, সন্দীপ শাসকদলের অত্যন্ত প্রিয় ব্যক্তি। যে প্রমাণ আরজি করের ঘটনার পরেও পাওয়া গিয়েছে।
একজন ইন্টার্ন অভিযোগ তুলেছেন, ওই মৃত চিকিৎসককে বিগত কয়েক মাস ধরে লাগাতার নাইট ডিউটি দেওয়া হত। তিনি নাকি ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন, তাঁর আর রাতে কাজ করতে ইচ্ছে করছে না। এছাড়া তিন মাস আগে আরজি কর হাসপাতালের গেটের মুখে তাঁকে এক ইন্টার্ন বাইক নিয়ে ধাক্কা মারেন। এই সমস্ত কিছু নিয়েই রহস্য ঘনাচ্ছে। এখন সিবিআই সন্দীপ রায়ের থেকে কী কী জানতে পারেন সেদিকেই নজর রয়েছে প্রত্যেকের। এবং দোষীদের শাস্তির দাবিতে এইবার আগরতলা তে ও চলছে প্রতিবাদ।
Read More
আর জি কর ঘটনার প্রতিবাদে রাজবাড়ির সামনে সামিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।
আর জি কর ঘটনা নিয়ে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি
ঘুমন্ত অবস্থাতেই গলা টিপে খুন করা হয়েছিল। আর জি করের ঘটনায় উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য
আরজি কর হামলায় কি সরাসরি তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে? ঘটনার মোড় ঘোরাতেই কি এইরকম কান্ড
আরজি কর কাণ্ড নিয়ে মুখ খুলতেই শান্তনু কে দলের পদ থেকে সরিয়ে দিল তৃণমূল
আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানাতে গিয়ে বিপাকে ধ্রুব রাঠি
আরজি কর-কাণ্ডে বিশেষ বার্তা রাজ্যপাল সিভি আনন্দ বোসের
স্বাধীনতা দিবসে মোদীর ভাষণে উঠে এল আরজি কর প্রসঙ্গ।
আরজি কর ইস্যুতে বিস্ফোরক মন্তব্য তৃণমূল নেতার
আরজি কর কাণ্ড নিয়ে যখন উত্তাল গোটা দেশ তখনই উঠে এলো আরেকটি খবর
আরজি কর হত্যা কাণ্ডের প্রতিবাদে সরব ত্রিপুরার মেডিকেল পড়ুয়া ও চিকিৎসক
আরজি কর কাণ্ডের হত্যার কারণ জানালো অভিযুক্ত!



2 comments