×

চারদিনের সন্তান ICU’তে, মায়ের সৎকার শ্মশানে !

চারদিনের সন্তান ICU’তে, মায়ের সৎকার শ্মশানে !

িজস্ব প্রতিনিধি : প্রিয়াংকা বনিক : ১১ আগস্ট

ভাগ্যের কি পরিহাস। যে সন্তানকে লালন পালন করে আগলে রাখার ইচ্ছা, জন্মের আগে থেকেই যে মা সন্তানের ভবিষ্যতের কথা ভাবে আজ সন্তান এর জন্ম হলেও সন্তানের কাছ থেকে মা বহু দূরে।

বিয়ের মাত্র দেড় বছরের মাথায় মর্মান্তিক মৃত্যু স্টাফ নার্স শর্মিষ্ঠা বণিকের। ৬ মাসের গর্ববতী অবস্থায় শর্মিষ্ঠা শারীরিক অবস্থার অবনতি হয়। তাই তাকে বাঁচানোর জন্য সময়ের আগেই সন্তান প্রসব করানো হয়। তারপর থেকেই জিবি হাসপাতালের ICU’তে ছিলেন মা ও শিশু কন্যা। প্রসবের চারদিনের মাথায় রবিবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন শর্মিষ্ঠা। তার বাপের বাড়ি আগরতলা জয়নগর এলাকায়। তার বিয়ে হয়েছে চড়িলামে। শর্মিষ্ঠার সন্তান এখনও সঙ্কটাপন্ন অবস্থায় আছে। স্ত্রীর মৃত্যু আর সন্তানের সঙ্কটাপন্ন অবস্থায় দিশেহারা স্বামী শান্তনু চৌধুরী। তার বাবা কিছুদিন আগে মারা গেছেন। মা বিছানায় শয্যাশায়ী। এদিকে এই ঘটনায় গোটা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Post Comment

You May Have Missed