ভিনেশ ফোগতের অলিম্পিক্স পদক হারানো ও বাতিল হওয়া নিয়ে এবার মুখ খুললেন শচিন
নিজস্ব প্রতিনিধি : ৯ আগস্ট
ভিনেশ ফোগতের অলিম্পিক্স পদক হারানো ও বাতিল হওয়া নিয়ে ভারতীয় ক্রীড়া মহলে তোলপাড়। তাঁকে ফাইনাল খেলার সুযোগ দেওয়া হোক বা যুগ্মভাবে রুপোর পদক দেওয়া হোক – জোড়া দাবি তুলে কোর্ট অফ আরবিট্রেশন অফ স্পোর্টস এর দ্বারস্থ ও হয়েছেন বিনেশ।
এবার বিনেশকে নিয়ে মুখ খুললেন সচিন তেন্ডুলকর। দাবি তুললেন, বিনেশের রৌপ্য পদক পাওয়া উচিত।
মাত্র ১০০-১৫০ গ্রাম ওজন বেশি হওয়ায় অলিম্পিক্সে মহিলাদের ৫০ কেজি ফ্রি স্টাইল বিভাগের ফাইনালের দিন সকালে বাতিল করা হয় বিনেশকে। ভারতীয় কুস্তিগীরের অন্তত রুপো জয় নিশ্চিত হয়ে গিয়েছিল।
এবার এ নিয়ে সরব হলেন সচিন। কিংবদন্তি ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়েছেন। লিখেছেন, ‘প্রত্যেক খেলার আলাদা নিয়ম থাকে। সেই নিয়ম সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। তবে সময় বিশেষে নিয়ম খতিয়ে দেখার দরকার রয়েছে। বিনেশ পরিচ্ছন্নভাবে খেলে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন। ফাইনালের আগে তাঁকে বাতিল করা হয় আর সেটাও ওজনের জন্য। রুপোর পদক ওঁর প্রাপ্য। প্রাপ্য রুপোর পদক কেড়ে নেওয়া কোনও খেলোয়াড়ি যুক্তিতে মেনে নেওয়া যাচ্ছে না।’
শুক্রবার ভিনেশ ইস্যুতে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন সচিন। তিনি লিখেছেন,’প্রতিটি প্রতিযোগিতার আলাদা নিয়ম থাকে, এই নিয়ম সকলের জন্যই প্রযোজ্য।কোনও অ্যাথলিট ডোপ করলে এবং সেটা প্রমাণিত হলে তাঁর পদক কেড়ে নেওয়া যেতেই পারে। কিন্তু ভিনেশের ক্ষেত্রে পুরো বিষয়টি একেবারেই আলাদা। ভিনেশ যথেষ্ট দক্ষতা দেখিয়েই মহিলাদের কুস্তিতে ফাইনালে নিজের স্থান করে নিয়েছিলেন তারপরেও তাঁর ক্ষেত্রে যেটি হয়েছে, তা কখনই মেনে নেওয়া যায় না। তাঁর রুপোর পদক ছিনিয়ে নেওয়াটা কখনওই যুক্তিযুক্ত নয়। ভিনেশ অবশ্যই সুবিচার পাবেন।”
যদিও এই পরিস্থিতিতে সচিনের আশা, ন্যায়বিচার পাবেন ভিনেশ। সচিন আরও লিখেছেন, “যদি শক্তিবর্ধক ওষুধ বা অন্য কিছু ব্যবহার করে বা অন্য কোনও অসৎ উপায়ে ফাইনালে উঠতেন ভিনেশ তাহলে তাঁর শাস্তি মেনে নেওয়া যেত। সে ক্ষেত্রে ওই ক্রীড়াবিদকে পদক না দেওয়া বা সবার নীচে পাঠিয়ে দেওয়ার বিষয়টা যুক্তিযুক্ত কাজই হত। কিন্তু প্রথম দুয়ে পৌঁছনোর ক্ষেত্রে ভিনেশ স্পষ্ট ভাবেই কঠিনতম প্রতিপক্ষদের হারিয়েছে।’
একইসঙ্গে সচিনের সংযোজন, ‘যোগ্য হিসাবেই ওকে রুপোর পদক দেওয়া উচিত। আমরা সবাই আন্তর্জাতিক ক্রীড়া আদালতের রায়ের জন্য অপেক্ষা করছি । আশা করি এবং প্রার্থনা করি যে ভিনেশ তাঁর প্রাপ্য স্বীকৃতি পাবে ।’
নির্দিষ্ট ওজনের থেকে ১০০ গ্রাম বেশি। তার ফলে তিনি ছিটকে যান সোনার লড়াই থেকে। অলিম্পিক্স অভিযানও শেষ হয়ে যায় তাঁর। রুপোর পদকও দেওয়া হয়নি তাঁকে। এরই প্রতিবাদ জানিয়ে ন্যায়বিচারের জন্য ক্রীড়া আদালতে গিয়েছেন ভিনেশ।
কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে ভিনেশে আবেদন জানিয়েছেন, তাঁকে যুগ্মভাবে রুপো দেওয়া হোক । আরবিট্রেশন কোর্ট অবশ্য জানিয়েছে, অলিম্পিক্স শেষ হওয়ার আগে ভিনেশ ফোগতের আবেদনে সিদ্ধান্ত জানানো হবে ।
Post Comment