স্বাধীনতা দিবসকে সামনে রেখে হর ঘর তিরঙ্গা কর্মসূচি
আগরতলা : ৯ ই আগস্ট ২০২৪
জাতীয় পতাকার সম্মানে নয় আগস্ট তথা আজ প্রতিটি অফিসেই তিরঙ্গা মিছিলের আয়োজন করা হয়। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এন্ড কালেক্টর অফিস থেকে আজ একটি তিরঙ্গা মিছিল বের করা হয়। আজকের এই মিছিলে অংশগ্রহণ করেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক বিশাল কুমার সহ অফিসের অন্যান্য কর্মচারীবৃন্দ। ১২ তারিখ থেকে তিন দিনব্যাপী প্রতিটি নাগরিক যেন বাড়িতে তিরঙ্গা পতাকা উত্তোলিত করে এবং দেশের প্রতি যে তাদের ভালোবাসা তার প্রকাশ করেন। এই আহবান কে সামনে রেখে এই মিছিলের আয়োজন পাশাপাশি ১২তারিখ ও অনুরূপ একটি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডঃ বিশাল কুমার।
স্বাধীনতা দিবস উপলক্ষে এ বছরও আছে হর ঘর তেরেঙ্গা কর্মসূচি পালিত হচ্ছে।
ভারত সরকারের নির্দেশিকা অনুযায়ী ৯ আগস্ট পর্যন্ত হর ঘর তেরঙ্গা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করেন৷ নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন, এই উদ্যোগের লক্ষ্য হল প্রত্যেক ভারতীয়কে জাতীয় পতাকা, তিরঙ্গা উত্তোলনে উৎসাহিত করে নাগরিকদের মধ্যে দেশপ্রেমের চেতনা এবং জাতীয় গর্বকে জাগ্রত করা। সমস্ত নাগরিকদের তাদের বাড়িতে তিরঙ্গা উত্তোলন করতে এবং পতাকা সহ একটি সেলফি তুলতে এবং এটি @harghartiranga.com এ আপলোড করার আহ্বান জানিয়েছেন৷
সাংবাদিক সম্মেলনে মন্ত্রী জানিয়েছেন, সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এই অভিযানের সাফল্য নিশ্চিত করতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। প্রধান শিল্প অংশীদার – ই-কমার্স প্ল্যাটফর্ম, রেলওয়ে, অসামরিক বিমান পরিবহন খাত, ভারতীয় সশস্ত্র বাহিনী এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) এ সম্পর্কে তথ্য প্রচার এবং প্রসারে সক্রিয় ভূমিকা পালন করছে। দেশজুড়ে স্বনির্ভর গোষ্ঠীগুলি বড় আকারের পতাকা উৎপাদন করছে।
প্রসঙ্গত, ২৮ জুলাই, ২০২৪ তারিখে তাঁর সর্বশেষ মন কি বাত পর্বে, প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে নাগরিকদের বাড়িতে তিরঙ্গা উত্তোলন করতে এবং ‘হর ঘর তিরঙ্গা’র ঐতিহ্য অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন৷
Post Comment