×

প্যারিস অলিম্পিক্স থেকে বাদ পড়ার খবর জেনে ভিনেশ ফোগট এর উদ্দেশ্যে নরেন্দ্র মোদী কি বললেন?

Modi consoles phogat

প্যারিস অলিম্পিক্স থেকে বাদ পড়ার খবর জেনে ভিনেশ ফোগট এর উদ্দেশ্যে নরেন্দ্র মোদী কি বললেন?

মহিলাদের ফ্রিস্টাইল কুস্তির ৫০ কেজি ইভেন্ট থেকে সরে যেতে হল ভারতীয় কুস্তিগিরকে। কারণ,এদিন বিনেশের ওজন ৫০ কেজি থেকে ১০০ গ্রাম ওজন বেড়ে যায়। এরপর তিনি অলিম্পিক্স থেকে বহিষ্কার হন।

ভিনেশ ফোগাট ইস্যুতে নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে লিখেছেন, ভিনেশ আপনি চ্যাম্পিয়নদের মধ্যে একজন চ্যাম্পিয়ন! আপনি ভারতের গর্ব এবং প্রতিটি ভারতীয়র জন্য অনুপ্রেরণা। আজকের সমস্যা বেদনাদায়ক। আমি চাই যে শব্দগুলি হতাশার অনুভূতি প্রকাশ করতে পারে যা আমি অনুভব করছি। একই সঙ্গে আমি জানি যে আপনি আরও শক্তিশালীভাবে ফিরে আসবেন।

মঙ্গলবার থেকে বিনেশ ফোগটের নিয়ে স্বপ্ন দেখছিল গোটা দেশ। কারণ, প্যারিস অলিম্পিকে একই দিনে তিন কুস্তিগিরকে হারিয়ে রুপো নিশ্চিত করে ফেলেছিলেন তিনি। দেশের প্রথম মহিলা কুস্তিগির হিসেবে সেমিতে উঠে আগেই নজির গড়েছিলেন তিনি। সেইজন্য এদিন বিনেশের সোনা জয়ের দিকে তাকিয়ে ছিল দেশবাসী। কিন্তু বুধবার সকালে প্যারিস থেকে এল দুঃসংবাদ। ১০০ গ্রাম ওজন বেশী থাকায় অলিম্পিক্স থেকে বাদ পড়েছেন বিনেশ ফোগট। আর তাতেই কুস্তিতে সোনা জয় হল না ভারতের।

বুধবার সকাল অবধিও ১০০ গ্রাম ওজন বেশি থাকায় তাঁর পদক জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায়। ইতিমধ্যেই ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন তরফে জানান হয়েছে, ‘ভারতীয় কুস্তিগীর বিনেশ ফোগটকে ৫০ কেজি ইভেন্ট থেকে বাদ পড়েছেন। সারা রাত ধরে দলের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও, তাঁর ওজন কমেনি।

প্যারিস অলিম্পিক্সে প্রথম থেকেই ৫৩ কেজি বিভাগে নামতে চেয়েছিলেন ভিনেশ। কিন্ত ফেডারেশনের আপত্তিতে ৫০ কেজি বিভাগে নামতে হয়। কিন্তু অলিম্পিক্সের মঞ্চে সেই ওজনের জন্য বিরাট সমস্যাতে পড়লেন ভিনেশ।

নিজের অভাবনীয় পারফর্মেন্সের জেরে অলিম্পিকে মেডেল নিশ্চিত করে নিয়েছিলেন ভিনেশ ফোগাট। এবার ফাইনালের লড়াইয়ে নামতে চলেছিলেন তিনি। কিন্তু আজ সকাল হতে না হতেই এক দুঃসংবাদ মন ভার করে দিলো ভারতীয় ক্রীড়াপ্রেমীদের।

ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন জানিয়েছে, “এটা দুঃখজনক যে ভারতীয় দল ভিনেশ ফোগাটকে মহিলাদের কুস্তির ৫০ কেজির ক্লাস থেকে অযোগ্য ঘোষণা করার খবর জানিয়েছে।

Post Comment