জনজাতিদের অধিকার আদায়ের নামে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে বিজেপি ও তিপরা মথা — এমনই অভিযোগ তুললেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “জনজাতি সমাজের স্বার্থ রক্ষার ব্যাপারে বিজেপি সরকার উদাসীন। ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের কোনো অগ্রগতি আজও দেখা যাচ্ছে না।”
মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণের সঙ্গে মুখ্যমন্ত্রী মানিক সাহার বৈঠক প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, ওই বৈঠকে মূলত আসন্ন এডিসি নির্বাচন নিয়েই আলোচনা হয়েছে। কারণ, সুপ্রিম কোর্টে এডিসি নির্বাচন সংক্রান্ত মামলার শুনানি এখন প্রায় শেষ পর্যায়ে। রাজ্য সরকারকে দুই সপ্তাহের মধ্যে এফিডেভিট দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল। তাঁর মতে, এই প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী ও প্রদ্যোতের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।
সুদীপ রায় বর্মণ কটাক্ষ করে বলেন, “ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে কথা বলতে হলে তিপরা মথাকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলোচনায় বসতে হবে। এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনো ক্ষমতা নেই।”
তিনি আরও দাবি করেন, জনজাতিদের প্রকৃত দাবি পূরণের ব্যাপারে কেন্দ্রীয় সরকারই মূল ভূমিকা নিতে পারে। কিন্তু বর্তমান বিজেপি সরকার সে বিষয়ে উদাসীনতা দেখাচ্ছে, যার ফলেই ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন এখনও অনিশ্চিত অবস্থায় রয়ে গেছে।