
এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হারের পরেও ট্রফি যাচ্ছে পাকিস্তানের হাতে
এশিয়া কাপের ফাইনালে ভারত দুর্দান্ত জয় পেয়েছে ঠিকই, কিন্তু ট্রফি হাতে নিয়ে হাসছে পাকিস্তান! শুনে অবাক হচ্ছেন? অবাকই হওয়ার কথা! কারণ ক্রিকেট মাঠের লড়াই শেষ হলেও, বিতর্কের মঞ্চে নতুন নাটকের সূচনা হয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।
এশিয়া কাপ ২০২৫ ফাইনালের মাঠে যা ঘটল, ক্রিকেট ইতিহাসে তার তুলনা খুঁজে পাওয়া ভার। ভারতের কাছে হারের পর শুধু স্কোরবোর্ডেই নয়, সম্মানের কোর্টেও পাকিস্তান নামল সর্বকালের নিচের স্তরে। কারণ, ইতিহাসে প্রথমবার কোনও দল ট্রফি নিতে অস্বীকার করল — আর সেটাও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) চেয়ারম্যান মোহসিন নাকভির হাত থেকে!
রবিবারের ফাইনালে ভারত পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ট্রফি জয়ের গৌরব অর্জন করলেও, পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে এমন এক ঘটনা যা গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের চমকে দিয়েছে। ভারতীয় দল সরাসরি জানিয়ে দেয় — তারা নাকভির হাত থেকে ট্রফি নেবে না। শেষমেশ দেখা যায়, কেউ একজন মাঠে পড়ে থাকা ট্রফিটা তুলে নিয়ে নীরবে হেঁটে চলে গেল মাঠ ছেড়ে।
এ যেন পরাজয়ের পর পরাজয় — এবার সম্মানেরও খেসারত দিল পাকিস্তান।
“হাত মেলাবে না, বেল্ট মারবে, ট্রফিও নেবে না” – তিন পর্বে অপমান
প্রথম ম্যাচেই ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি দলের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করে স্পষ্ট বার্তা দিয়েছিল। দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে পাকিস্তানের বোলারদের এমন শিক্ষা দেয় যে সেটিকে নেটিজেনরা “বেল্ট ট্রিটমেন্ট” বলে আখ্যা দেয়। আর ফাইনালে এল সেই শেষ ধাক্কা — পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে ট্রফি নিতে অস্বীকার।
ট্রফি ছাড়া উদযাপন!
ভারতীয় দল কোনও ট্রফি ছাড়াই মাঠে নিজেদের জয় উদযাপন করে। রোহিত শর্মা ও সহ-খেলোয়াড়রা ড্রেসিং রুমের সামনে গলা মিলিয়ে জাতীয় পতাকা উড়িয়ে ছবি তোলেন। ক্রিকেটে জয়ই আসল ট্রফি — এই বার্তা যেন বিশ্বকে দিয়ে দিলেন তারা।
পাকিস্তানের পক্ষে মুহূর্তটি আরও অপমানজনক হয়ে ওঠে যখন দেখা যায়, হাতে ট্রফি নিয়ে একা একা হেঁটে যাচ্ছেন মোহসিন নাকভি। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়েছে এই দৃশ্য, সঙ্গে তীব্র কটাক্ষ। কেউ লিখছেন, “হারল পাকিস্তান, জিতল অপমান।” আবার কেউ লিখছেন, “ট্রফি হাতে ছবি তোলাই যদি লক্ষ্য হয়, তাহলে ম্যাচ কেন খেলতে গেলেন?”
“হাসির খোরাক” পাকিস্তান
👉 খেলার মাঠে ভারতের কাছে পাত্তাই পায় না, মাঠে হোক বা মাঠের বাইরে — এখন হাসির খোরাকে পরিণত হয়েছে পাকিস্তান।
এশিয়া কাপ ২০২৫-এর ফাইনাল শুধু একটি ক্রিকেট ম্যাচ নয়, এটি ছিল মর্যাদার লড়াই। সেখানে ভারত জিতেছে মাঠেও, সম্মানেও। আর পাকিস্তানের হাতে পড়েছে কেবল একটি “অগ্রহণযোগ্য” ট্রফি ও এক অমোচনীয় অপমানের স্মৃতি।
ক্রিকেট ইতিহাসে এশিয়া কাপ ২০২৫-এর এই ফাইনাল হয়তো সবথেকে বড় “নন-পডিয়াম মোমেন্ট” হিসেবেই থেকে যাবে — যেখানে ট্রফি মাঠে পড়ে থাকে, আর বিজয়ীরা সেটি তুলতেই অস্বীকার করে।