
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রিপুরা সফর: নবসজ্জিত ত্রিপুরেশ্বরী মন্দির উদ্বোধনে ঐতিহাসিক মুহূর্ত
আগামী ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রিপুরা সফরকে ঘিরে ত্রিপুরা রাজ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ওইদিন নবসজ্জিত মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই আগরতলায় এসে পৌঁছেছে বিশেষ সুরক্ষা বাহিনী এসপিজি-র একটি বিশেষ টিম।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রিপুরা সফর: নবসজ্জিত ত্রিপুরেশ্বরী মন্দির উদ্বোধনে ঐতিহাসিক মুহূর্ত
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ত্রিপুরা সফর রাজ্যের জন্য এক বিশেষ উপলক্ষ। নবসজ্জিত ও আধুনিক অবকাঠামোয় সজ্জিত মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের উদ্বোধন করতে তাঁর আগমন শুধু ধর্মীয় নয়, পর্যটন ও সাংস্কৃতিক ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। এই সফর রাজ্যের ঐতিহ্য ও আস্থার সঙ্গে আধুনিক উন্নয়নের মেলবন্ধন ঘটিয়ে ত্রিপুরাকে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে আরও উজ্জ্বল করে তুলবে।
জানা গেছে, প্রধানমন্ত্রী ওইদিন দুপুর তিনটের সময় বিশেষ বিমানে আগরতলায় অবতরণ করবেন। সেখান থেকে সরাসরি তিনি যাত্রা করবেন উদয়পুরে, যেখানে কেন্দ্রীয় সরকারের প্রসাদ প্রকল্পের আওতায় নবীকরণ ও সৌন্দর্যায়নের কাজ সম্পন্ন হয়েছে। এই প্রকল্পের লক্ষ্য হল দেশের ঐতিহাসিক ও ধর্মীয় পর্যটনকেন্দ্রগুলিকে আধুনিক অবকাঠামোর মাধ্যমে আন্তর্জাতিক মানে উন্নীত করা।
ওইদিন উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করার পর প্রধানমন্ত্রী মোদী মাতা ত্রিপুরাসুন্দরীর মন্দিরে পূজার্চনা করবেন। পূজার পর নির্ধারিত সময়সূচি অনুযায়ী সেদিনই তিনি রাজ্য ত্যাগ করবেন। তাই সংক্ষিপ্ত হলেও সফরটি রাজনৈতিক ও সাংস্কৃতিক— দুই ক্ষেত্রেই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর এই সফর নির্বিঘ্নে সম্পন্ন করতে আগেভাগেই রাজ্যে নেমেছে এসপিজি টিম। তাঁদের সঙ্গে এসেছে প্রধানমন্ত্রীর গাড়ি এবং কনভয়ের বাকি যানবাহন। নিরাপত্তা বাহিনী বিমানবন্দর থেকে উদয়পুর পর্যন্ত পুরো রুট খতিয়ে দেখছে। শুধু সড়কপথ নয়, আকাশপথেও নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন থাকবে ভারতীয় বিমান বাহিনীর বিশেষ নজরদারি।
উল্লেখ্য, এসপিজি টিমকে নিয়ে ভারতীয় বিমান বাহিনীর বিশেষ বিমান ‘গজরাজ’ রবিবার আগরতলায় নামে। নিরাপত্তা কর্মকর্তাদের নামিয়ে দিয়ে বিমানটি আবার ফিরে যায়। আগামী কয়েকদিন এই টিম রাজ্যে থেকে সম্ভাব্য সব নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবে।
রাজ্য প্রশাসন ও কেন্দ্রীয় সংস্থাগুলির যৌথ উদ্যোগে ইতিমধ্যেই বহুল ব্যবহৃত রাস্তাঘাট পরিষ্কার ও মেরামতির কাজ শুরু হয়েছে। মন্দির চত্বরে দর্শনার্থীদের ভিড় সামলাতে বিশেষ ব্যারিকেড বসানো হচ্ছে। পাশাপাশি, সিসিটিভি ক্যামেরা এবং কন্ট্রোল রুমের মাধ্যমে নজরদারি চালানো হবে বলে জানা গেছে।
ত্রিপুরায় মাতা ত্রিপুরাসুন্দরী মন্দির কেবল ধর্মীয় আস্থার কেন্দ্র নয়, বরং রাজ্যের পর্যটন মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ স্থান। এই মন্দিরের নবসজ্জিত রূপ উদ্বোধন করতে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকছেন, যা রাজ্যবাসীর জন্য এক বিশেষ মুহূর্ত। স্থানীয়দের বিশ্বাস, এর ফলে শুধু ধর্মীয় দিক থেকেই নয়, পর্যটন ও অর্থনীতির ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে।
সব মিলিয়ে, আগামী ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদীর সফর ঘিরে ত্রিপুরায় তৈরি হচ্ছে উৎসবমুখর পরিবেশ। একইসঙ্গে নেওয়া হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা, যাতে সফরটি নির্বিঘ্নে সম্পন্ন হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রিপুরা সফর নিয়ে প্রস্তুতি: কী জানালেন মানিক সাহা
👇 দেখুন ভিডিওঃ
ত্রিপুরার আরও খবর পেতে
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন: https://www.youtube.com/@Tripura-news