
আগামী ১৫ আগস্ট ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উদ্যাপনকে সামনে রেখে ত্রিপুরা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে রাজ্যের পূর্ব থানার পুলিশ পরিচালিত মাদক ও অবৈধ মদ বিরোধী বিশেষ অভিযানে মিলল বড় সাফল্য। টানা দুই দিনের অভিযানে বিপুল পরিমাণ বিলেতি মদ জব্দ ও দুইজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পাওয়ার পর পূর্ব থানার একটি বিশেষ দল বুধবার রাত ও বৃহস্পতিবার সকালে ধারাবাহিক অভিযান চালায়। অভিযানে উদ্ধার হয় বিদেশি মদের বোতল, যার বাজারমূল্য আনুমানিক এক লাখ পনেরো হাজার টাকা। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই মদ অবৈধভাবে রাজ্যে প্রবেশ করানো হয়েছিল এবং স্থানীয় বাজারে উচ্চ দামে বিক্রির পরিকল্পনা ছিল।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া দুই অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যেই আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের আদালতে পেশ করার প্রস্তুতি চলছে। পূর্ব থানার অফিসার-ইন-চার্জ সুব্রত দেবনাথ বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যের সর্বত্র নিরাপত্তা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি, মাদক ও অবৈধ মদ পাচার রোধে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।
তিনি আরও যোগ করেন, “আমরা চাই রাজ্য মাদকমুক্ত হোক। সেই লক্ষ্যেই পুলিশ টানা অভিযান চালাচ্ছে। স্বাধীনতা দিবসের আগে আইনশৃঙ্খলা রক্ষাই আমাদের প্রধান অগ্রাধিকার।”
ত্রিপুরা দীর্ঘদিন ধরে মাদক ও অবৈধ মদের সমস্যায় ভুগছে। পুলিশের এই অভিযান শুধু স্বাধীনতা দিবসের আগেই নয়, বরং দীর্ঘমেয়াদে মাদকমুক্ত সমাজ গড়ার পথে এক ধাপ এগিয়ে নিল। স্থানীয় বাসিন্দাদের অনেকে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এমন নিয়মিত অভিযান যুবসমাজকে বিপথে যাওয়া থেকে রক্ষা করবে।
রাজ্যের প্রশাসনও জানাচ্ছে, এই ধরনের অভিযান আগামী দিনে আরও তীব্র হবে। সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো, পাচার চক্রের তথ্য সংগ্রহ এবং স্থানীয় জনগণকে সচেতন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
স্বাধীনতার মাসে পুলিশের এই সাফল্য শুধু অপরাধ দমন নয়, বরং ত্রিপুরার মানুষের কাছে একটি ইতিবাচক বার্তা দিয়েছে—আইনশৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা রক্ষায় প্রশাসন সদা প্রস্তুত। মাদক ও অবৈধ মদমুক্ত রাজ্য গঠনের পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।