
মিয়ানমারের রাজধানী নেইপিদো এবং এর আশপাশের এলাকায় অনুভূত হয়েছে ৪.৪ মাত্রার একটি ভূমিকম্প। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টা ১ মিনিটে কম্পনটি অনুভূত হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেইপিদো থেকে প্রায় ৫২ কিলোমিটার দূরে এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১৪.৪ কিলোমিটার নিচে। অগভীর গভীরতায় ভূমিকম্পের উৎপত্তি হওয়ায় কম্পনের তীব্রতাও তুলনামূলকভাবে বেশি ছিল।
বিশেষজ্ঞরা বলছেন, এমন অগভীর এলাকায় উৎপন্ন মাঝারি মাত্রার ভূমিকম্প অনেক সময় অধিক গভীরে সৃষ্ট শক্তিশালী ভূমিকম্পের চেয়েও বেশি অনুভূত হয় এবং বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে।
তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, চলতি বছরের ২৮ মার্চ মিয়ানমার ও থাইল্যান্ডে সংঘটিত দুটি ভয়াবহ ভূমিকম্প—৭.৭ এবং ৭.২ মাত্রার—গভীর ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিল। সেই ঘটনায় মিয়ানমারে প্রাণ হারিয়েছিলেন ৫ হাজারেরও বেশি মানুষ এবং আহত হয়েছিলেন ১১ হাজারের বেশি। থাইল্যান্ডেও প্রাণহানি ঘটেছিল শতাধিক মানুষের।