
প্যারিসে এক নারীর ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমি বিচারের মুখোমুখি হতে পারেন। ২০২৩ সালের ঘটনায় হাকিমির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু করার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রসিকিউটররা।
তদন্তাধীন এ মামলায় বিচারকের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্ট পক্ষগুলো। অভিযোগ প্রমাণিত হলে হাকিমির সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে ফরাসি আইনে উল্লেখ আছে।
অভিযোগকারী নারী দাবি করেন, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে প্যারিসে হাকিমির বাসায় তিনি ধর্ষণের শিকার হন। তার ভাষ্য অনুযায়ী, ইনস্টাগ্রামের মাধ্যমে হাকিমির সঙ্গে তার পরিচয় হয় এবং হাকিমি নিজে থেকেই তাকে বাসায় আমন্ত্রণ জানান ও গাড়ি পাঠিয়ে নিয়ে আসেন। সেখানে সম্মতি ছাড়াই তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয় বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পরপরই তিনি এক বন্ধুকে বিষয়টি জানান এবং পরদিন পুলিশে অভিযোগ দায়ের করেন।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ৩ মার্চ হাকিমির বিরুদ্ধে ‘ফরমাল ইনভেস্টিগেশন’ শুরু করে ফরাসি কর্তৃপক্ষ, যা দেশটির আইনে বিচারিক প্রক্রিয়ার প্রাথমিক ধাপ হিসেবে বিবেচিত হয়।
তবে হাকিমি বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছেন। তার আইনজীবী ফানি কোলিন এক বিবৃতিতে বলেন, “অভিযোগের ভিত্তিতে বিচার শুরু করার আবেদনটি প্রমাণের আলোকে অযৌক্তিক। তদন্তে অভিযোগকারীর বক্তব্যে অসংগতি রয়েছে। আমরা আইনি পথে এর মোকাবিলা করব।”
অন্যদিকে, অভিযোগকারীর আইনজীবী র্যাচেল-ফ্লোর পারডো এই প্রসিকিউশন অনুরোধকে “তার মক্কেলের জন্য স্বস্তিদায়ক” বলে উল্লেখ করেছেন এবং বিশ্বাস করেন, এতে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়বে।
হাকিমির ক্লাব প্যারিস সেইন্ট-জার্মেইন (PSG) এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও জানিয়েছে, তারা ফুটবলারের পাশে রয়েছে এবং বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রাখে।
তদন্তকারী বিচারকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নির্ধারিত হবে, হাকিমির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হবে কি না।