
ত্রিপুরার অবকাঠামো এবং নাগরিক পরিষেবার হাল নিয়ে ফের শাসকদলের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানালেন সিপিআই(এম)-এর পলিটব্যুরো সদস্য ও রাজ্যের বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী। আজ রাধানগরে অনুষ্ঠিত একটি গণঅবস্থানে তিনি বলেন, “ত্রিপুরা রাজ্য কিংবা আগরতলা শহর স্মার্ট হয়নি, স্মার্ট হয়ে উঠেছেন শাসকদলের কিছু বিধায়ক, কর্পোরেটর ও মন্ডল নেতা।”রাধানগর স্ট্যান্ডের বিপরীতে, অভিনন্দন বিয়ে বাড়ির সংলগ্ন এলাকায় এই গণঅবস্থানের আয়োজন করে সিপিআই(এম) অভয়নগর অঞ্চল কমিটি। বিদ্যুৎ, সিএনজি, পিএনজি, পানীয় জল ও গোমতী ব্র্যান্ডের দুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, স্মার্ট মিটার প্রত্যাহার এবং স্থানীয় সমস্যার সমাধানের দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা ছাড়াও আরও একাধিক নেতৃবৃন্দ।শ্রী চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, “যাঁরা ভোটে জালিয়াতি করে কর্পোরেটর কিংবা বিধায়ক হয়েছেন, এবং যাঁরা তাঁদের আশ্রয়ে মন্ডল নেতা ও পৃষ্ঠাপ্রমুখ হয়েছেন — তাঁদের বাড়ি, চেহারা ও সম্পত্তি আজ স্মার্ট হয়ে গেছে। অথচ সাধারণ নাগরিকরা পাননি ন্যূনতম নাগরিক সুবিধাও।”তিনি আরও বলেন, “শুধু ড্রেনের জল পরিষ্কার করলেই হবে না, ত্রিপুরাকে পরিষ্কার করতে হবে বিজেপি, আইপিএফটি ও তিপরা মথার মতো ‘জঞ্জাল’ থেকে।” তাঁর অভিযোগ, নাগরিক পরিষেবা তলানিতে পৌঁছেছে, অথচ ক্ষমতাসীনদের স্বার্থসিদ্ধিই যেন হয়ে উঠেছে রাজ্য শাসনের মূল উদ্দেশ্য।এই গণঅবস্থান থেকে সিপিআই(এম) সরকারের কাছে স্পষ্ট দাবি তোলে — মূল্যবৃদ্ধি ও স্মার্ট মিটার প্রত্যাহার করতে হবে, এবং জনগণের দৈনন্দিন সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে হবে।