
ধলাই জেলার সাংবাদিকদের নিরাপদে ও নির্ভয়ে পেশাগত কাজ করার পরিবেশ নিশ্চিত করতে আজ এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ত্রিপুরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ধলাই জেলা প্রতিনিধি দল আজ দুপুরে সাক্ষাৎ করেন জেলা পুলিশ সুপার মিহিরলাল দাস ও জেলাশাসক বিবেক এইচ.ভি.-এর সঙ্গে।সাংবাদিকরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন সংবাদ সংগ্রহের সময় তাঁদের নানা ধরনের বাধা, হুমকি ও হামলার মত ঘটনা সম্পর্কে। এই সমস্যাগুলিকে তাঁরা স্বাধীন সাংবাদিকতা এবং তথ্য প্রবাহের পথে বড় প্রতিবন্ধক বলে অভিহিত করেন। তাঁরা প্রশাসনের কাছে আহ্বান জানান যেন এই চ্যালেঞ্জগুলোর দ্রুত ও কার্যকর সমাধান করা হয়।প্রশাসনের শীর্ষ দুই কর্তা — পুলিশ সুপার ও জেলাশাসক — সাংবাদিকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রতিশ্রুতি দেন যে তাঁরা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। তাঁদের এই আশ্বাস সাংবাদিক মহলে স্বস্তি এবং আশার আলো জাগিয়েছে।প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার রাজ্য সহ-সভাপতি সুব্রত দাস, মুখ্য পত্র ধনুডার চাকমা, সদস্য রাজীব সরকার, এবং ধলাই জেলার প্রতিনিধি উদয় দেববর্মা ও সুব্রজিত মজুমদার।এই সাক্ষাৎকে ধলাই জেলায় স্বাধীন ও নিরাপদ সাংবাদিকতার পরিবেশ রক্ষায় এক ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।