
ব্যাংক পেনশন ও ফ্যামিলি পেনশনভোগীদের পক্ষ থেকে আগামী ৩১শে জুলাই, বৃহস্পতিবার, আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে অনুষ্ঠিত হতে চলেছে এক গণঅবস্থান ও ধর্না কর্মসূচি। এই কর্মসূচির মূল উদ্দেশ্য পেনশন পুনর্মূল্যায়নসহ একাধিক দাবির সুরাহা চাওয়া।সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত চলবে এই প্রতিবাদ। আয়োজক সংগঠনগুলোর মতে, ব্যাংক পেনশনভোগীদের দীর্ঘ তিন দশক ধরে পেনশন পুনর্মূল্যায়ন হয়নি। এমনকি সুপ্রিম কোর্ট কর্তৃক ঘোষিত রায়ের পরেও, যেখানে বলা হয়েছিল, “বেতন ও পেনশন একে অপরের সঙ্গে অবিচ্ছেদ্য ও এটি আইনগত অধিকার,” তা যথাযথভাবে কার্যকর করা হয়নি।প্রেক্ষাপট ও আন্দোলনের কারণ১৯৯৩ সালের ২৫ অক্টোবর ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন (IBA), বিভিন্ন ব্যাংক কর্মচারী সংগঠন ও অফিসার সংগঠনের যৌথ চুক্তির ভিত্তিতে ব্যাংক পেনশন স্কিম চালু হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে তৈরি হয় Bank Employees Pension Regulation-1995। কিন্তু বর্তমানে পেনশন স্কিমের অধীনে থাকা পেনশনভোগীরা অবহেলিত এবং বঞ্চিত বলেই তাদের দাবি।সংগঠনগুলোর অভিযোগ ও দাবিসমূহপেনশনভোগীদের সংগঠনগুলোর দাবি, IBA-এর একতরফা মনোভাব, কেন্দ্রীয় সরকারের নিস্ক্রিয়তা এবং ব্যাঙ্কগুলোর নিষ্ক্রিয়তার ফলে তাঁদের বারবার আন্দোলনের পথে নামতে বাধ্য হতে হচ্ছে। তাঁদের মতে, ব্যাঙ্কের পেনশন ফান্ড যথেষ্ট মজবুত, এমনকি পিএফ-এর ব্যাংক অংশের সুদসহ IBA’র কাছে হস্তান্তর হয়েছে। তার পরেও পুনর্মূল্যায়নের ঘাটতি পূরণ করা হচ্ছে না।প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে:১. পেনশন পূর্ণমূল্যায়ন অবিলম্বে কার্যকর করতে হবে।২. IBA-র গ্রুপ মেডিক্যাল ইন্সুরেন্স প্রিমিয়াম পেনশনভোগীদের ব্যাঙ্ককে বহন করতে হবে।৩. Apex লেভেল পেনশনভোগী সংগঠনকে পরামর্শদাতা হিসেবে স্বীকৃতি দিতে হবে।৪. ১০ বছর পর কম্যুটেশন পুনরায় চালু করতে হবে।৫. স্পেশাল এলাউন্সকে পেনশন ও গ্র্যাচুইটির সঙ্গে যুক্ত করতে হবে।৬. ৮০৮৮ পয়েন্টে ডিএ দিতে হবে।উপস্থিত সংগঠনসমূহএই কর্মসূচিতে অংশ নিচ্ছে ফেডারেশন অব স্টেট ব্যাংক অব ইন্ডিয়া পেনশনার্স অ্যাসোসিয়েশন (SBI PAS), ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রিটায়ারিস অ্যাসোসিয়েশন (TGBRA), এবং অল ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পেনশনার্স অ্যাসোসিয়েশন (AIPNBPA) সহ একাধিক সংগঠন।সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, এই কর্মসূচি ত্রিপুরাসহ সারা ভারতে প্রায় ১০ লক্ষ পেনশন ও ফ্যামিলি পেনশনভোগীদের স্বার্থ রক্ষায় একটি ঐতিহাসিক পদক্ষেপ।