
নবজাগরণের অগ্রদূত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩৪তম প্রয়াণ দিবসে ত্রিপুরা রাজ্যে শ্রদ্ধা জানাল ছাত্র, যুব ও মহিলা সংগঠনগুলি। আজ আগরতলার পোস্ট অফিস চৌমুহনীতে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে স্মরণ করা হয় এই মহামানবকে।AIDSO, AIDYO এবং AIMSS-এর ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা। উপস্থিত ছিলেন AIDSO-এর রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য, যিনি বিদ্যাসাগরের শিক্ষাবাদ ও সমাজ সংস্কারের আদর্শকে বর্তমান সময়ে আরও বেশি করে অনুসরণের আহ্বান জানান।বক্তারা তাঁদের বক্তব্যে বিদ্যাসাগরের নারী শিক্ষা বিস্তার, বিধবা বিবাহ প্রচলন এবং ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ের কথা তুলে ধরেন। একই সঙ্গে তাঁরা বর্তমান সমাজে তাঁর প্রগতিশীল দৃষ্টিভঙ্গির প্রাসঙ্গিকতা ও প্রয়োজনীয়তার উপর জোর দেন।এই শ্রদ্ধাঞ্জলি সভা বিদ্যাসাগরের জীবনদর্শন ও আদর্শকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্রয়াস হয়ে উঠেছে।