
২০২২ সালে অনুষ্ঠিত STGT (School Teacher General Test) পরীক্ষায় সফল হয়েও এখনও নিয়োগের প্রতীক্ষায় রয়েছেন বহু প্রার্থী। এই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে, সোমবার তাঁরা মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে একত্রিত হয়ে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেন।বিক্ষোভকারীদের অভিযোগ, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার দীর্ঘ সময় কেটে গেলেও এখনও পর্যন্ত নিয়োগ সংক্রান্ত কোনো নির্দিষ্ট পরিকল্পনার কথা জানানো হয়নি। এক পরীক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের সার্টিফিকেট এখন যেন কাগজে লেখা ইতিহাস! বয়স বেড়ে যাচ্ছে, ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে।”আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে জানানো হোক, কতজন উত্তীর্ণ হয়েছেন এবং নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হবে। সেইসঙ্গে একটি সুস্পষ্ট টাইমলাইন ঘোষণারও দাবি তুলেছেন তাঁরা।আরেক পরীক্ষার্থী বলেন, “আমরা যোগ্য প্রার্থী, আমাদের শুধুই প্রাপ্য অধিকার চাই। বছরের পর বছর ধরে অপেক্ষা করে থেকেও কোনো সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া অত্যন্ত হতাশাজনক।”উল্লেখযোগ্যভাবে, ২০২২ সালের পরীক্ষার পর থেকেই নিয়োগ নিয়ে নানা ধরনের জটিলতা এবং অভিযোগ উঠে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ইস্যুতে কোনো পরিষ্কার বক্তব্য পাওয়া যায়নি।বর্তমান পরিস্থিতিতে যেখানে শিক্ষার মানোন্নয়নের কথা বারবার উঠে আসে, সেখানে শিক্ষকের মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিয়ে এমন অনিশ্চয়তা নিঃসন্দেহে উদ্বেগজনক। এখন দেখার বিষয়, সরকার কবে এই উত্তপ্ত পরিস্থিতির সুরাহা করে নির্ভরযোগ্য কোনও ঘোষণা দেয়।