
রাজধানীর লেক চৌমুহনী বাজারে দীর্ঘদিন ধরে অস্থায়ীভাবে গড়ে ওঠা অবৈধ দোকানগুলির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করলেন আগরতলার মেয়র ও বিধায়ক দীপক মজুমদার। আজ নিজেই বাজার পরিদর্শনে গিয়ে পুর নিগমের নির্দেশ অমান্য করে যারা পুনরায় দোকান তৈরি করেছেন, তাদের অবিলম্বে তা সরিয়ে নিতে নির্দেশ দেন তিনি।পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন, “নিয়ম না মেনে কিছু লোক সরকারি জমিতে দখল করে ব্যবসা করছেন। দীর্ঘদিন ধরেই স্থানীয়দের তরফে অভিযোগ আসছিল এই বিষয়ে। এতে বাজারের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে, অসুবিধায় পড়ছেন সাধারণ ক্রেতা ও বিক্রেতারা।”তিনি আরও জানান, আগেও এই বাজার এলাকা থেকে অবৈধ দখল সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু কিছু ব্যবসায়ী তা উপেক্ষা করেছেন। এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে এবার আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।তবে কেবল কঠোরতাই নয়, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পুনর্বাসনের পরিকল্পনাও ঘোষণা করেছেন মেয়র। পুর নিগমের পক্ষ থেকে একটি অস্থায়ী বাজার শেড নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে প্রায় ১২৫ থেকে ১৩০ জন ব্যবসায়ী স্থান পাবেন। যাঁরা এতদিন ধরে এখানে ব্যবসা চালিয়ে আসছেন, তাঁদের পর্যায়ক্রমে এই অস্থায়ী বাজারে জায়গা করে দেওয়া হবে।মেয়র আশ্বাস দিয়েছেন, যতদিন না পর্যন্ত স্থায়ী বাজার নির্মাণ সম্পন্ন হচ্ছে, ততদিন অস্থায়ী ব্যবস্থার মধ্য দিয়েই ব্যবসা চালাতে পারবেন ব্যবসায়ীরা। পাশাপাশি, বাজারের প্রতিটি ব্যবসায়ীকে সহযোগিতার আবেদন জানিয়েছেন তিনি, যাতে নগরবাসীর জন্য একটি সুষ্ঠু ও পরিকল্পিত বাজার ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়।