
ত্রিপুরার অন্যতম বৃহৎ মাছের বাজার মহারাজগঞ্জে শুরু হচ্ছে এক অত্যাধুনিক তিনতলা বিশিষ্ট মাছ বাজার নির্মাণের কাজ। রাজ্যের মৎস্য ও তফসিলি জাতি কল্যাণ বিভাগের মন্ত্রী সুধাংশু দাস জানিয়েছেন, এই প্রকল্পে মোট ৩৫ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে, যার মধ্যে প্রাথমিকভাবে ৭.৫ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র।
মন্ত্রী বুধবার বাজার এলাকা পরিদর্শনের পর এই ঘোষণা দেন। তিনি বলেন, “এই বাজারে বেশিরভাগ মাছ বিক্রেতাই তফসিলি জাতি সম্প্রদায়ের। তাই তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রকল্পটি গৃহীত হয়েছে।”
নতুন ভবনটিতে থাকবে আধুনিক স্যানিটেশন ব্যবস্থা, ঠান্ডা ঘর, যানবাহন নিয়ন্ত্রণের ব্যবস্থা ও গ্রাহকসুবিধাজনক পরিবেশ। নির্মাণের দায়িত্বে থাকবে মৎস্য বিভাগের প্রকৌশল শাখা।
এছাড়া, স্থানীয় জাল ধরা মাছ বাজারে আনতে ডুম্বুর হ্রদের মাছ বিক্রির জন্য অ্যাপেক্স ফিশারিজ লিমিটেডের মাধ্যমে একটি নতুন স্টল চালুর কথাও জানান মন্ত্রী।
এই উদ্যোগ রাজ্যের মৎস্য বাজারে কাঠামোগত উন্নয়ন এবং স্থানীয় মৎস্যজীবীদের অর্থনৈতিক নিরাপত্তা প্রদানে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।