
ত্রিপুরা রাজ্যে শিক্ষক সংকট দূর করতে রাজ্য সরকার এক বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে। রাজ্যের স্কুলগুলিতে দীর্ঘদিন ধরে শিক্ষক ঘাটতির সমস্যা দেখা দিচ্ছিল, যার সমাধানে এবার ৯১৫ জন পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক (PGT) ও ৭০০ জন গ্র্যাজুয়েট শিক্ষক (GT) নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে। এই নিয়ে মোট ১৬১৫ জন শিক্ষক নিযুক্ত হবেন।এই ঘোষণা করেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, আজ সচিবালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে। তিনি জানান, এই সিদ্ধান্ত মন্ত্রিসভার আজকের বৈঠকে গৃহীত হয়েছে।শুধু শিক্ষা ক্ষেত্রেই নয়, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের জন্যও একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তরে ৬ জন ডেন্টাল মেডিকেল অফিসার নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি বিশেষ নির্বাহী পদে শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলেও জানান মন্ত্রী।মন্ত্রিসভার আজকের বৈঠকে রাজ্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে অতিরিক্ত জনবল নিয়োগ এবং নতুন পদ সৃষ্টির বিষয়েও আলোচনা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিদ্ধান্তগুলো সরকারি পরিষেবার মানোন্নয়ন এবং রাজ্যের কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।এই উদ্যোগগুলিকে রাজ্য সরকার কেবলমাত্র একটি সাময়িক ব্যবস্থা হিসেবে নয়, বরং একটি দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবেই দেখছে—যার লক্ষ্য রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক ব্যবস্থার সামগ্রিক টেকসই উন্নয়ন।