
এনসিসি থানার পুলিশ সম্প্রতি একাধিক চুরির মামলার সুষ্ঠু তদন্ত করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। সোনামুড়া ও গোলবাজার এলাকা থেকে উদ্ধার করা হয়েছে তিনটি চুরি যাওয়া বাইক, একাধিক মোবাইল ফোন ও একটি স্বর্ণের গলার হার। উদ্ধারকৃত সামগ্রী আদালতের নির্দেশে আজ প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাজিত মালাকার সাংবাদিকদের জানান, বিগত কিছুদিনে এনসিসি থানায় একাধিক বাইক চুরির অভিযোগ জমা পড়ে। একইসঙ্গে এক মহিলার গলার হার চুরি যাওয়ার অভিযোগও দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে এবং বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চুরি যাওয়া সম্পদ উদ্ধার করতে সক্ষম হয়।
এই ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন মালিকরা। পুলিশ প্রশাসনের এমন দ্রুত পদক্ষেপে স্থানীয়দের মধ্যে স্বস্তির আবহ তৈরি হয়েছে। এনসিসি থানার পুলিশের এই সাফল্য এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় তাদের সক্রিয় ভূমিকারই প্রমাণ বলে মনে করছেন সাধারণ মানুষ।