
নবনিযুক্ত মন্ত্রী কিশোর বর্মণ আজ থেকে তিনটি গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব গ্রহণ করলেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা আজ তাঁকে পঞ্চায়েত, উচ্চ শিক্ষা এবং সাধারণ প্রশাসন (রাজনৈতিক) দফতরের দায়িত্ব প্রদান করেছেন। এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি রাজ্যের মুখ্যসচিব জে কে সিনহা জারি করেছেন।গত ৩ জুলাই কিশোর বর্মণ রাজ্যের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। মন্ত্রিত্ব গ্রহণের ঠিক এক সপ্তাহের মধ্যেই মুখ্যমন্ত্রী তাঁর হাতে তিনটি গুরুত্ত্বপূর্ণ দফতরের ভার তুলে দিলেন। উল্লেখযোগ্যভাবে, এই দফতরগুলি এতদিন স্বয়ং মুখ্যমন্ত্রীর অধীনে ছিল।মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কিশোর বর্মণ জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী যেই দফতরের দায়িত্ব দিন না কেন, তিনি তা নিষ্ঠার সঙ্গে পালন করবেন। সাম্প্রতিক রথযাত্রা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একই বার্তা দেন।ত্রিপুরার রাজনীতিতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, কারণ তিনটি দফতরই রাজ্য পরিচালনায় মুখ্য ভূমিকা পালন করে। এখন কিশোর বর্মণের নেতৃত্বে এই দফতরগুলির কী রূপায়ণ হয়, সেদিকে তাকিয়ে রয়েছে রাজ্যের রাজনৈতিক মহল।