
আজ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে একযোগে আয়োজিত হল প্রাকৃতিক দুর্যোগ—বিশেষ করে ভূমিধস ও বন্যা মোকাবিলার উপর একটি রাজ্যব্যাপী মেগা মহড়া। মূল কেন্দ্রীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আগরতলার হাঁপানিয়া মেলা গ্রাউন্ড সংলগ্ন মাল্টিপারপাস হলে। সকাল সাড়ে সাতটার মধ্যেই সেখানে জড়ো হন জেলার প্রশাসনিক কর্তা ও বিভিন্ন বাহিনীর প্রতিনিধি দল।এই মহড়ায় অংশগ্রহণ করে জেলা প্রশাসন, দমকল ও জরুরি পরিষেবা, পূর্ত দপ্তর, স্বাস্থ্য, প্রাণীসম্পদ, মৎস্য বিভাগ, রাজ্য ও কেন্দ্রীয় পুলিশ বাহিনী, বিএসএফ, সিআরপিএফ, আসাম রাইফেলস, সেনাবাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)।পশ্চিম জেলার জেলাশাসক ডাঃ বিশাল কুমার সংবাদমাধ্যমকে জানান, জেলার ১২টি ভিন্ন ভিন্ন স্থানে এই মহড়া পরিচালিত হয়। এর মধ্যে ৬টি এলাকায় বন্যা পরিস্থিতির মোকাবিলা এবং বাকি ৬টি এলাকায় ভূমিধসের পরিপ্রেক্ষিতে দ্রুত পদক্ষেপের অনুশীলন করা হয়।তিনি আরও জানান, গত বছরের আগস্ট মাসে রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় এবার আগেভাগে প্রস্তুতির অংশ হিসেবেই এই মহড়ার আয়োজন করা হয়েছে।মহড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ছাড়াও রাজ্য পুলিশ, টিএসআর, দমকল ও অন্যান্য সহায়ক বাহিনীগুলি।এই উদ্যোগের মাধ্যমে রাজ্য সরকার প্রাকৃতিক বিপর্যয়ের সময় দ্রুত ও সমন্বিত প্রতিক্রিয়ার দৃষ্টান্ত স্থাপন করতে চায়।