আগরতলা টাউন হলের নাম পরিবর্তন ও মূর্তি স্থাপন—মুখ্যমন্ত্রীর ঘোষণা ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মবার্ষিকীতে
ভারতীয় রাজনীতির ইতিহাসে অন্যতম প্রভাবশালী নেতা ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ত্রিপুরা সরকার আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা আগরতলা টাউন হলের নাম পরিবর্তনের ঘোষণা দেন। টাউন হলের নতুন নাম হবে “ড. শ্যামাপ্রসাদ মুখার্জী টাউন হল”। পাশাপাশি, ঐতিহাসিক এই স্থানে স্থাপন করা হবে তাঁর একটি মর্মর মূর্তি।ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, “ড. মুখার্জীর জীবন, আদর্শ এবং রাষ্ট্রচিন্তা আগামী প্রজন্মের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। তাঁর জন্মজয়ন্তীতে এই সিদ্ধান্ত তাঁর অবদানকে স্মরণীয় করে রাখার একটি প্রয়াস।”ড. মুখার্জীর কর্মময় জীবনের বিভিন্ন দিক—বিশেষত শিক্ষাক্ষেত্রে তাঁর অগ্রণী ভূমিকা, কাশ্মীর নিয়ে তাঁর অবস্থান, ও ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠার ভূমিকা—এই অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা, শিক্ষাবিদ, ইতিহাসবিদ, ছাত্রছাত্রী এবং সমাজের বিশিষ্টজনেরা।মুক্তধারা অডিটোরিয়ামে এই উপলক্ষে একটি তথ্যচিত্রও প্রদর্শিত হয়, যাতে ড. মুখার্জীর ছাত্রজীবন থেকে শুরু করে রাজনৈতিক কর্মকাণ্ড পর্যন্ত নানা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়।মুখ্যমন্ত্রী জানান, আগরতলা টাউন হল কেবল একটি স্থাপনা নয়, এটি শহরের রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেই স্থানের নামকরণ একজন ঐতিহাসিক ব্যক্তিত্বের নামে করে ভবিষ্যৎ প্রজন্মকে তাঁর আদর্শের সঙ্গে পরিচিত করানোই সরকারের মূল লক্ষ্য।ত্রিপুরা সরকারের এই পদক্ষেপকে অতীতের প্রতি শ্রদ্ধা এবং ভবিষ্যতের প্রতি দায়িত্বশীল মনোভাবের প্রতিফলন হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
Post Comment