×

৫ জুলাইয়ের ‘মহাপ্রলয়’? পৃথিবীতে সুনামি আতঙ্কে তীব্র চাঞ্চল্য, ভারতের জন্য কী বার্তা বহন করছে এই আশঙ্কা?

৫ জুলাইয়ের ‘মহাপ্রলয়’? পৃথিবীতে সুনামি আতঙ্কে তীব্র চাঞ্চল্য, ভারতের জন্য কী বার্তা বহন করছে এই আশঙ্কা?

আগামী ৫ জুলাই, শনিবার। দিনটিকে ঘিরে ক্রমেই বাড়ছে উদ্বেগ। বিশ্বখ্যাত ভবিষ্যৎবক্তা বাবা ভাঙ্গা-র একটি পুরনো ভবিষ্যদ্বাণী নতুন করে আলোড়ন তুলেছে। তাঁর কথায়, ওই দিন জাপানে আছড়ে পড়বে এক ভয়ঙ্কর ভূমিকম্প। যার জেরে সমুদ্র থেকে উঠবে দানবীয় সুনামির ঢেউ। আর এই ঘটনাক্রম গোটা দেশকে, এমনকি বিশ্বের মননকেও কাঁপিয়ে দিয়েছে।জাপান এমনিতেই ভূমিকম্পপ্রবণ দেশ। প্রতি ১০০ থেকে ২০০ বছরের ব্যবধানে সে দেশে ঘটে থাকে বড় মাপের ভূমিকম্প। ১৯৪৬ সালের ৮.১ মাত্রার কম্পন তার প্রমাণ। সেই ধারাবাহিকতায় কি এবার ২০২৪? এই প্রশ্নই এখন জাপানের জনগণ থেকে শুরু করে প্রশাসনের মাথাব্যথার কারণ।জাপান সরকার অবশ্য বসে নেই। সম্ভাব্য বিপর্যয় মোকাবিলায় নেওয়া হয়েছে জরুরি প্রস্তুতি। চালু করা হয়েছে সতর্কতা ব্যবস্থা, প্রস্তুত রাখা হয়েছে উদ্ধার দল, তৈরি রাখা হয়েছে আশ্রয়কেন্দ্রও। সরকারি হিসেবে, এমন একটি প্রাকৃতিক বিপর্যয়ে ২.৯৮ লক্ষ মানুষের মৃত্যু হতে পারে। আর্থিক ক্ষতির পরিমাণ ছুঁতে পারে ২ ট্রিলিয়ন মার্কিন ডলার।এদিকে এই ঘটনার প্রেক্ষিতে ভারতেও প্রশ্ন উঠছে—ভারত কতটা সুরক্ষিত? বিশেষজ্ঞদের মতে, ভারতের কিছু অংশ যেমন উত্তর-পূর্ব এবং হিমালয়াঞ্চল ভূমিকম্পপ্রবণ হলেও, জাপানের মতো ভয়াবহ বিপর্যয়ের সম্ভাবনা তুলনামূলকভাবে অনেকটাই কম।তবে সতর্ক থাকার বিকল্প নেই। কারণ, প্রাকৃতিক দুর্যোগ আগে থেকে জানান দিয়ে আসে না। তাই আতঙ্ক নয়, চাই সচেতনতা ও প্রস্তুতি।শেষ পর্যন্ত ৫ জুলাই ঠিক কী ঘটবে, তা ভবিষ্যতের গর্ভে। তবে একটি বিষয় নিশ্চিত—এই আশঙ্কা যেন বিশ্বকে আরও একবার মনে করিয়ে দিল, প্রকৃতির সামনে মানুষ কতটা ক্ষুদ্র।

Post Comment

You May Have Missed