পাহাড়ি রুটে ফের ভূমিধস, স্থগিত রেল পরিষেবা — ভোগান্তিতে বরাক ও ত্রিপুরার যাত্রীরা
আগরতলা, ৩ জুলাই: লামডিং-বদরপুর রেলপথ যেন একের পর এক দুর্ভোগের নতুন অধ্যায় হয়ে উঠছে। ফের পাহাড় ধসে রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ল ত্রিপুরা ও বরাক উপত্যকার অন্যতম গুরুত্বপূর্ণ এই রুটে।
আজ দুপুর ২:৪৫ নাগাদ দিহাখো ও মুপা স্টেশনের মধ্যবর্তী ৫১/২-৩ কিমি এলাকায় হঠাৎ ঘটে যায় ভয়াবহ ভূমিধস। প্রায় ৩০টি বৃহৎ পাথরের সঙ্গে প্রায় ১০০ ঘনমিটার মাটি রেললাইনের উপর এসে পড়ে। বর্তমানে পাহাড় থেকে এখনও পাথর গড়িয়ে পড়ছে, যার ফলে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে।
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। ইতিমধ্যেই গুয়াহাটি, লামডিং, শিলচর, বদরপুর ও আগরতলা স্টেশনে যাত্রীদের সহায়তার জন্য হেল্প ডেস্ক চালু করা হয়েছে।
ভূমিধসের খবর পেয়ে রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও পুনঃস্থাপন কাজ শুরু করেন। রেললাইন পরিষ্কারের জন্য আনা হয়েছে একাধিক ভারী যন্ত্রপাতি। দুটি এক্সকাভেটর এবং একটি জেসিবি ইতিমধ্যেই কাজ শুরু করেছে। মুপা স্টেশনের মাধ্যমে একটি বিআফআর (BFR) ওয়াগনের মাধ্যমে জেসিবি ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
ভাগ্যের জোরে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ১৫৬১৬ শিলচর-গুয়াহাটি এক্সপ্রেস। কর্তব্যরত এক প্রহরী সময়মতো বিপদের সংকেত দিলে, ট্রেনটি তৎক্ষণাৎ থেমে যায় এবং লোকো পাইলট জরুরি ব্রেক ব্যবহার করে সেটিকে নিরাপদে মুপা স্টেশনে ফিরিয়ে আনেন।
তবে ভূমিধসের প্রভাবে একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে:
- শিলচর-গুয়াহাটি এক্সপ্রেস (১৫৬১৬): মুপা স্টেশনে ফিরিয়ে আনা হয়েছে বিকেল ৩:১৮ টায়।
- কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (১৩১৭৪): বিকেল ৪:০৫ টায় মাকসোপুরে পৌঁছে আটকে আছে।
- আগরতলা-লোকমান্য তিলক এক্সপ্রেস (১২৫২০): নিউ হাফলং-এ বিকেল ৪:০০ টায় দাঁড়িয়েছে।
- দুর্লভছড়া-গুয়াহাটি এক্সপ্রেস (১৫৬১৮): নিউ হাফলং জংশনে আটকে পড়েছে।
- আগরতলা-ফিরোজপুর এক্সপ্রেস (১৪৬১৯): জাটিঙ্গা লাম্পুরে আটকে রয়েছে।
প্রসঙ্গত, মাত্র কদিন আগেই—২৩ জুন—এই রুটেই নিউ হাফলং ও জাতিঙ্গা লাম্পুরের মাঝখানে ভূমিধসের কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।
রেল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রেলপথ বন্ধ থাকবে এবং পরবর্তী আপডেটগুলি নিয়মিত জানানো হবে।
Post Comment