×

আগরতলায় সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত: উদ্বোধন হল ১৬টি অ্যাম্বুলেন্স ও যানবাহন ট্র্যাকিং সিস্টেম

আগরতলায় সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত: উদ্বোধন হল ১৬টি অ্যাম্বুলেন্স ও যানবাহন ট্র্যাকিং সিস্টেম

ত্রিপুরার রাজধানী আগরতলায় আজ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হল সড়ক নিরাপত্তা ও জরুরি পরিষেবার উন্নয়নের লক্ষ্যে। স্বামী বিবেকানন্দ ময়দানে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার উপস্থিতিতে পরিবহন দপ্তরের উদ্যোগে আয়োজন করা হয় বিশেষ এক অনুষ্ঠান, যেখানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ১৬টি আধুনিক অ্যাম্বুলেন্স এবং একটি উন্নত যানবাহন ট্র্যাকিং ও মনিটরিং ব্যবস্থা।এই ১৬টি অ্যাম্বুলেন্সের মধ্যে অর্ধেক হস্তান্তর করা হয়েছে রাজ্য ফায়ার সার্ভিস দপ্তরের কাছে, আর বাকি ৮টি দেওয়া হয়েছে বিভিন্ন থানার আওতাধীন ব্যবহারের জন্য। মুখ্যমন্ত্রী সবুজ পতাকা নেড়ে এই নতুন অ্যাম্বুলেন্সগুলির রাস্তায় নামার সূচনা করেন।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সড়ক দুর্ঘটনা রোধে কেবল প্রযুক্তির ব্যবহারই নয়, চালক ও সাধারণ মানুষের সচেতনতাও জরুরি। হেলমেট পরা, সিটবেল্ট বাঁধা, মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো—এইসব নিয়ম মানতে হবে সবারই।”মুখ্যমন্ত্রী আরও জানান, ট্রাফিক নিয়ম লঙ্ঘন রোধে প্রশাসনকে আরও কঠোর হতে নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে হেলমেট ব্যবহার না করা ও মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালানোর মতো আচরণ রোধে নেওয়া হবে কড়া পদক্ষেপ।আজকের অনুষ্ঠানে ভার্চুয়ালি চালু হওয়া যানবাহন ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে সরকারি ও বেসরকারি গাড়ির গতি, রুট এবং কার্যক্ষমতা এখন থেকে সহজেই নিরীক্ষণ করা যাবে। এই প্রযুক্তির ব্যবহারে জরুরি পরিষেবা আরও দ্রুততর হবে এবং দুর্ঘটনার হার হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, যেসব সরকারি যানবাহনের বয়স ১৫ বছরের বেশি, সেগুলি ধাপে ধাপে অবসর গ্রহণ করবে ‘স্ক্র্যাপিং পলিসি’-র আওতায়। পাশাপাশি আগামী ২০২৫ সালের ২১ এপ্রিল থেকে চালু হবে নতুন প্রকল্প ‘রাহ বীর’, যেখানে সড়ক নিরাপত্তা, জনসচেতনতা ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দেওয়া হবে।পরিসংখ্যান তুলে ধরে ডা. সাহা জানান, “ত্রিপুরায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার জাতীয় গড়ের তুলনায় অনেক কম হলেও, আমাদের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত—শূন্য মৃত্যু হার অর্জন করা।”অনুষ্ঠানে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক দীপক মজুমদার, রাজ্য পুলিশের ডিজি অনুরাগ ধ্যানকর সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

Post Comment

You May Have Missed