ত্রিপুরার ক্যান্সার আক্রান্ত ময়নাবালার পাশে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা – তিন লক্ষ টাকার অনুদান মঞ্জুর
ত্রিপুরার দক্ষিণ জেলার বাসিন্দা ময়নাবালা নাথ দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে অসহনীয় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন। পরিবারের আর্থিক অসচ্ছলতা তাঁর চিকিৎসা পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। এই সংকটময় মুহূর্তে আশার আলো নিয়ে আসে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল (PMNRF)।সাংসদ রাজীব ভট্টাচার্য্যের হস্তক্ষেপে, প্রধানমন্ত্রীর দফতরে ময়নাবালার চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই আবেদনকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয় এবং অবশেষে ₹৩,০০,০০০/- (তিন লক্ষ টাকা) অর্থ সাহায্য মঞ্জুর করা হয়।এই অনুদান ময়নাবালা ও তাঁর পরিবারের কাছে শুধুমাত্র আর্থিক সাহায্য নয়, বরং এক নতুন জীবনের বার্তা। সাংসদ রাজীব ভট্টাচার্য্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মানবিক পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, “এই সাহায্য একটি অসহায় পরিবারের জীবনে আশা ও সম্মানের নতুন দিগন্ত খুলে দিয়েছে।”তিনি আরও বলেন, “জনগণের প্রকৃত অভিভাবক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলের মানুষের দুঃখ-দুর্দশা অনুভব করে সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।”ত্রিপুরার মাটিতে এই উদাহরণ যেন আরও বহু অসহায় পরিবারকে সাহস ও সহানুভূতির বার্তা দেয়।
Post Comment