ত্রিপুরায় ১৫০ বছর পূর্তিতে সাইবার ক্রাইম পুলিশ স্টেশনের শুভ উদ্বোধন
ত্রিপুরা পুলিশের ১৫০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর অরুন্ধতী নগরে রাজ্যের প্রথম সাইবার ক্রাইম পুলিশ স্টেশন-এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। ফিতা কেটে ও আনুষ্ঠানিক বক্তব্যের মাধ্যমে এই অত্যাধুনিক পুলিশের শাখার সূচনা করেন তিনি।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকার, অপরাধ দমনমূলক শাখার আইজিপি এ.আর. রেড্ডি, এ.ডি.জি.পি জি.এস. রাও, হোম সেক্রেটারি অভিষেক সিং সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকগণ।মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, “বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে ডিজিটাল অপরাধও বেড়ে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর কথা বলেছেন, তা বাস্তবায়নের জন্য এই পুলিশ স্টেশন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।”তিনি আরও বলেন, “ডিজিটাল অপরাধ মোকাবেলায় পুলিশকে প্রশিক্ষিত ও ডিজিটালি সক্ষম হতে হবে। কারণ এই অপরাধগুলো ছায়ার মতো, যা দেখা যায় না, কিন্তু মারাত্মক প্রভাব ফেলে।”মুখ্যমন্ত্রী বিশেষভাবে বাংলাদেশ সীমান্ত সংক্রান্ত নিরাপত্তা বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “ত্রিপুরার তিনদিকে বাংলাদেশ সীমান্ত হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করতে হবে। ত্রিপুরা এখন ড্রাগস করিডোরে পরিণত হয়েছে, যা রুখতে পুলিশকে আরও সজাগ ও দায়িত্বশীল হতে হবে।”অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী নতুন উদ্বোধন হওয়া সাইবার ক্রাইম পুলিশ স্টেশনের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন ও কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন। তিনি তাদেরকে নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করার আহ্বান জানান।
Post Comment