মাস্টার পাড়ায় জল বাহিত রোগের প্রাদুর্ভাব, জন্ডিসে আক্রান্ত বহু মানুষ
আগরতলা, ২৬ জুন: বেশ কিছুদিন ধরেই শহরের মাস্টার পাড়া এলাকায় জল বাহিত রোগ জন্ডিস-এর প্রকোপ বেড়েই চলেছে। এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি ডি.ডব্লিউ.এস (DWS) থেকে সরবরাহ করা পরিশোধিত পানীয় জলই এই রোগ ছড়ানোর মূল কারণ।
জানা গেছে, ডি.ডব্লিউ.এস-এর নতুন কানেকশনের মাধ্যমে যে পানীয় জল সরবরাহ করা হচ্ছে, তা আদৌ পরিশোধিত নয়। বরং বর্ষাকালে নোংরা ড্রেনের জল সেই লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
এই বিষয়ে একাধিক সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর নড়ে বসে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। অবিলম্বে আশা কর্মীদের পাঠানো হয় ক্ষতিগ্রস্ত এলাকায়। তারা বাড়ি বাড়ি গিয়ে রোগীদের খোঁজখবর নেন ও সম্ভাব্য আক্রান্তদের শনাক্ত করার কাজ চালান।
আজ মাস্টার পাড়া এলাকা পরিদর্শন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তিনি নিজে এলাকায় গিয়ে আক্রান্তদের সঙ্গে কথা বলেন ও সমস্যার বাস্তব চিত্র পর্যালোচনা করেন। আশীষ বাবু জানান,
“পরিশোধিত পানীয় জলের নামে যেটা সরবরাহ করা হচ্ছে, সেটা নিম্নমানের। সেটার মাধ্যমেই এই সংক্রমণ ছড়াচ্ছে। বর্ষার জল মিশে গিয়ে সেটা আরও মারাত্মক হয়েছে। অবিলম্বে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে হবে।”
তিনি প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান এবং জনস্বাস্থ্য রক্ষায় সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।
Post Comment