×

এয়ারপোর্ট থানার নেশা বিরোধী অভিযানে গাঁজা সহ গ্রেফতার ৮ জন

এয়ারপোর্ট থানার নেশা বিরোধী অভিযানে গাঁজা সহ গ্রেফতার ৮ জন

এয়ারপোর্ট থানার নেশা বিরোধী অভিযানে গাঁজা সহ গ্রেফতার ৮ এসডিপিও এনসিসিপশ্চিম ত্রিপুরা জেলা পুলিশের অধীনে আরবান পুলিশ স্টেশন এলাকায় বিশেষ এন.ডি.পি.এস অভিযানে সাফল্য পেলো এয়ারপোর্ট থানা।এসডিপিও এনসিসি সুব্রত বর্মণ এবং ওসি এয়ারপোর্ট অভিজিৎ মণ্ডলকে নেতৃত্বে পশ্চিম নারায়নপুর এলাকায় এই অভিযানে নেশা কারবারি পরিমল নম’র বাড়িতে অভিযান চালিয়ে ১০কেজি ৯০০ গ্রাম শুকনো গাঁজা সহ নেশা কারবারি পরিমল নম’কে গ্রেফতার করতে করতে সক্ষম হয় পুলিশ এবং তার বিরোদ্ধে এন.ডি.পি.এস আইন অনুযায়ী নির্দিষ্ট ধারায় মামলা গ্রহন করে তদন্ত শুরু করে পুলিশ। তাছাড়া ঊষা বাজার, নরসিংগড়, গান্ধীগ্রাম, দুর্গাবাড়ি এলাকায় এই অভিযানে আরো ৭জন ড্রাগস সেবনকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।তাদের বিরোদ্ধে আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এয়ারপোর্ট থানায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান এসডিপিও এনসিসি সুব্রত বর্মণ,পাশাপাশি আগামীদিনেও এই অভিযান জারি থাকবে বলে জানান তিনি।

Post Comment

You May Have Missed