রবীন্দ্রনাথের ভিটিতে হামলার প্রতিবাদে শ্রীমন্তপুরে বিজেপির বিক্ষোভ মিছিল
ত্রিপুরা, ১৪ জুন:
বাংলাদেশের সিরাজগঞ্জে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটিতে বর্বরোচিত হামলার প্রতিবাদে আজ শ্রীমন্তপুর চেকপোস্ট এলাকায় বিশাল বিক্ষোভ মিছিল করে বিজেপি। সিপাহীজলা জেলার দক্ষিণ অংশের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিধায়ক বিন্দু দেবনাথ, জেলা সভাপতি উত্তম দাস সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।মিছিলটি শ্রীমন্তপুর পঞ্চায়েত সংলগ্ন স্থান থেকে শুরু হয়ে সীমান্তের প্রায় ৫০ মিটার পূর্বে এসে পুলিশের ব্যারিকেডে আটকে যায়। সেখানেই বিক্ষোভকারীরা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।প্রতিমা ভৌমিক তাঁর বক্তব্যে বলেন, “নোবেল চুরি করে নিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডঃ ইউনুস। উনি নোবেলের মহত্ব বোঝেন না। একজন সুদখোর, বুর্জোয়া সরকারের প্রধান হয়ে তিনি কবিগুরুর ভিটিতে বর্বরোচিত হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছেন। চার দিন পার হলেও কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি।”উল্লেখ্য, গত ১১ জুন জামাতে ইসলাম পন্থীরা সিরাজগঞ্জের কাছারি বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত স্থানে হামলা চালায় বলে অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদেই আজ রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে বিজেপি।
Post Comment