
আমেদাবাদের কাছেই মেঘানিনগরে ভয়াবহ বিমান দুর্ঘটনা। ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171। এটি ছিল আমেরিকান বিমান নির্মাতা সংস্থা বোয়িং-এর তৈরি ৭৮৭ ড্রিমলাইনার বিমান। যাত্রী তালিকায় ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি।
বিমানটি ভেঙে পড়ার পরপরই বিবৃতি দেয় এয়ার ইন্ডিয়া এবং টাটা গ্রুপ। শোক প্রকাশ করে সংস্থার টুইটার প্রোফাইলের ছবি ও ব্যানার ইমেজ কালো করে দেওয়া হয়। এছাড়াও, সংস্থার ওয়েবসাইটও সাদাকালো করে দেওয়া হয়েছে।
এয়ার ইন্ডিয়া প্রথম টুইটে দুর্ঘটনার খবর প্রকাশ করে। এরপর টাটা গ্রুপের চেয়ারম্যান এন. চন্দ্রশেখরণ তাঁর পক্ষ থেকে টুইট করে গভীর শোক প্রকাশ করেন। তিনি জানান, “এই মুহূর্তে টাটা গ্রুপের প্রধান লক্ষ্য হল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ও তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো। দুর্ঘটনাস্থলে জরুরি পরিষেবাদানকারী দলগুলোর সঙ্গে যোগাযোগ রেখে আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।”
বিকেল ৩টা ২৬ মিনিটে এয়ার ইন্ডিয়া দ্বিতীয় একটি টুইট করে জানায়, বিমানে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ১ জন কানাডিয়ান ও ৭ জন পর্তুগিজ নাগরিক ছিলেন। দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে সংস্থার তরফে চালু করা হয়েছে একটি হটলাইন নম্বর: 1800 5691 444।এয়ার ইন্ডিয়া আরও জানিয়েছে, এই দুর্ঘটনার বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে।