পদপিষ্টকাণ্ডে বিরাট কোহলির বিরুদ্ধে অভিযোগ, পুলিশের নজরে পুরো ঘটনা
বেঙ্গালুরুতে আরসিবি-র বিজয় উৎসব ঘিরে ঘটে যাওয়া মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় এবার সরাসরি বিরাট কোহলির নাম উঠে এল। কর্নাটকের শিবামোগ্গা জেলার সমাজকর্মী এইচ এম বেঙ্কটেশ কোহলির বিরুদ্ধে কুবন পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, এই অভিযোগকে আগে দায়ের হওয়া মামলার সঙ্গে সংযুক্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।ঘটনার তদন্ত চলছে পুরোদমে। পুলিশের সূত্রে খবর, আপাতত বিরাট কোহলির নামে আলাদা করে এফআইআর দায়ের করা হয়নি। তবে অভিযোগপত্রের বিষয়বস্তু ভালোভাবে খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।প্রসঙ্গত, বেঙ্গালুরুতে আরসিবি-র বিজয় উৎসবে চিন্নাস্বামী স্টেডিয়ামের সামনে কোহলির হাতে ট্রফি দেখার জন্য উপচে পড়ে ভিড়। ভিড় সামলাতে ব্যর্থ হয় পুলিশ, এবং সেই বিশৃঙ্খলাতেই পদপিষ্ট হয়ে প্রাণ হারান অন্তত ১১ জন, আহত হন বহু মানুষ। এই ঘটনার জেরে ইতিমধ্যেই বেঙ্গালুরুর পুলিশ কমিশনার-সহ তিন শীর্ষ পুলিশ আধিকারিককে অপসারণ করা হয়েছে।পুলিশ সূত্রে আরও জানা গেছে, আরসিবির মার্কেটিং বিভাগের প্রধান এবং বিজয়োৎসবের দায়িত্বে থাকা তিনজন আয়োজক সংস্থার আধিকারিককে গ্রেফতার করা হয়েছে। কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থার (KSCA) বিরুদ্ধেও এর আগে মামলা দায়ের হয়েছে।এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের ভিত্তিতে ভবিষ্যতে কোহলির নাম মামলায় যুক্ত হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে পুলিশ। আপাতত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
Post Comment