পাক গুপ্তচর সংস্থার হয়ে ভারতে চরবৃত্তি! সামনে এল ‘Madam N’-এর চাঞ্চল্যকর তথ্য
ভারত-পাকিস্তান সম্পর্ক আবার উত্তপ্ত। কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পরিস্থিতি আরও জটিল আকার নিয়েছে। আর তার মধ্যেই সামনে এল চাঞ্চল্যকর এক তথ্য। ভারতে চরবৃত্তির অভিযোগে ধরা পড়েছে একাধিক ব্যক্তি — ইনফ্লুয়েন্সার থেকে সাধারণ নিরাপত্তারক্ষী! আর তদন্ত করতে গিয়েই উঠে এল এক গোপন নাম — Madam N।
নাম তাঁর নোশাবা শেহজাদ। লাহৌরের বাসিন্দা। পেশায় ট্র্যাভেল এজেন্সি চালান। সংস্থার নাম – Jaiyana Travel and Tourism। তবে এই ট্র্যাভেল এজেন্সির আড়ালেই চলছিল ভয়ঙ্কর গুপ্তচরবৃত্তির নেটওয়ার্ক।ভারতীয় গোয়েন্দারা জানতে পেরেছেন, পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI নোশাবাকে বিশেষ দায়িত্ব দেয় ভারতে স্লিপার সেল গড়ে তোলার। এই নেটওয়ার্কে রয়েছে অন্তত ৫০০ জন এজেন্ট।
তাঁর কৌশল কী ছিল ?
ভারতের ইনফ্লুয়েন্সারদের পাকিস্তান ভ্রমণে উৎসাহিত করতেন তিনি। ভ্রমণের নামে তাদের সঙ্গে করিয়ে দিতেন পাকিস্তানি সেনা ও ISI এজেন্টদের পরিচয়। পরে তাদের ব্যবহার করা হতো চর হিসেবে।বিশেষ করে হিন্দু ও শিখ পুণ্যার্থী যারা পাকিস্তানে ধর্মীয় তীর্থে যেতেন, তাদের মাধ্যমে আরও নেটওয়ার্ক বিস্তার করছিলেন নোশাবা। গত ছ’মাসে অন্তত ৩০০০ ভারতীয় ও ১৫০০ প্রবাসী ভারতীয়কে পাকিস্তানে পাঠানোর ব্যবস্থা করেছেন তিনি।
জেরা করে কী জানা গেল?
সম্প্রতি গ্রেফতার হওয়া ইনফ্লুয়েন্সার জ্যোতি মালহোত্রার জেরায় উঠে আসে এই ট্র্যাভেল এজেন্সির নাম। আর সেখান থেকেই নোশাবার আসল পরিচয় সামনে আসে।নোশাবার সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল দিল্লিতে পাক দূতাবাসের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে। শুধু তাই নয়, তাঁর এক ফোনেই ভিসা অনুমোদন পেতেন ভারতীয় নাগরিকেরা। এমনকি, পাক সেনার উচ্চপর্যায়ের অফিসারদের নির্দেশে কাজ করতেন তিনি।
কোথা থেকে শুরু?
নোশাবার সংস্থা, পাকিস্তানের Evacuee Trust Property Board-এর সহযোগিতায় ভারতীয় পুণ্যার্থীদের আতিথ্য দিত। আর সেই আতিথ্যের আড়ালে চলত গুপ্তচরদের ‘হানিমুন’। দিল্লির বহু ট্র্যাভেল এজেন্ট ও ইনফ্লুয়েন্সারদের সঙ্গে গোপন চুক্তি করে তিনি সোশ্যাল মিডিয়ায় প্রচারও চালিয়েছেন। হরিয়ানা সহ ভারতের একাধিক রাজ্যে চলছে ধরপাকড়। ইতিমধ্যেই বহুজন গ্রেফতার। তবে গোয়েন্দারা বলছেন, এটাই কেবল শুরু — এখনও বহু চর রয়ে গিয়েছে আইনের হাতের বাইরে। শেহজাদ ও তার মতো অন্যান্য চরদের মোকাবিলায় ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি কড়া পদক্ষেপ নিচ্ছে।
Post Comment