আরসিবির ট্রফি উদযাপন পরিণত হল মৃত্যুমিছিলে, পদপিষ্ট হয়ে মৃত ১১, আহত ৩৩
আইপিএল ২০২৫-এ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মেতে উঠেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তথা আরসিবি। কিন্তু সেই উৎসব মুহূর্তেই মর্মান্তিক এক ট্র্যাজেডিতে রূপ নেয়। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে দলের বিজয় উৎসব দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১১ জন সমর্থকের। আহত হয়েছেন আরও ৩৩ জন। ঘটনার সময় স্টেডিয়ামের বাইরের নিরাপত্তা ব্যবস্থা ছিল প্রশ্নের মুখে। অতিরিক্ত ভিড় সামলাতে না পেরে এক সময় বিশৃঙ্খলা দেখা দেয়। শুরু হয় হুড়োহুড়ি, আর তাতেই পদপিষ্ট হন বহু মানুষ। একজন জানান “আমরা শুধু ট্রফি দেখতে এসেছিলাম। হঠাৎ করে সবাই দৌঁড়াতে শুরু করে। অনেকে পড়ে যায়… আমি নিজে কোনওমতে বের হতে পেরেছি।এই ঘটনার পর সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। প্রশ্ন তোলা হয়—কেন দুর্ঘটনার খবর পৌঁছনোর আগেই স্টেডিয়ামের ভিতরে চলছিল নাচ-গান আর ট্রফি উদযাপন?ঘটনার প্রায় ছয় ঘণ্টা পর মুখ খোলে আরসিবি। জানায়, তারা দুর্ঘটনার খবর প্রথমে জানত না। সংবাদমাধ্যম মারফত বিস্তারিত জানতে পেরে সব অনুষ্ঠান বাতিল করে প্রশাসনের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়।
দলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে,বেঙ্গালুরুর এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি। তাই নিহতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরসিবি। আহতদের সহায়তার জন্য গড়া হয়েছে ‘আরসিবি কেয়ার’ ফান্ড। আরসিবির তরফে আরও জানানো হয়েছে, সমর্থকেরাই দলের প্রাণ, তাই এই দুর্দিনে তারা সবার পাশে থাকতে চায়। ঘটনার ৬ ঘণ্টা পর প্রথমবার মুখ খুলে আরসিবি বলেছিল, প্রথমে আমরা পদপিষ্টের ঘটনাটি জানত না। সংবাদমাধ্যম মারফত বিস্তারিত জানতে পেরেছে । সঙ্গে সঙ্গে সকল কর্মসূচি বাতিল করে প্রশাসনের পরামর্শে পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়। এই ঘটনার পর কর্নাটক ক্রিকেট সংস্থা মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে সাহায্যের ঘোষণা করে। রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা জানান।তবে এত কিছুর পরেও প্রশ্ন থেকেই যাচ্ছে—এই দুর্ঘটনার জন্য দায়ী কে? কেন সময়মতো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেল না? প্রশাসনিক গাফিলতির অভিযোগও উঠেছে ইতিমধ্যে। শুরু হয়েছে তদন্তের দাবি। দলের জয় যেমন ইতিহাসের পাতায় জায়গা করে নিল, তেমনি এই ট্র্যাজেডি স্মরণ করিয়ে দিল, যে কোনও আনন্দ মুহূর্তেই রূপ নিতে পারে বিষাদের কালো ছায়ায়।
Post Comment