×

ফের করোনার থাবা! মহারাষ্ট্র, গুজরাট ও জয়পুরে নতুন সংক্রমণ—জনমনে ফের উদ্বেগের ছায়া।

ফের করোনার থাবা! মহারাষ্ট্র, গুজরাট ও জয়পুরে নতুন সংক্রমণ—জনমনে ফের উদ্বেগের ছায়া।

মহারাষ্ট্র, গুজরাট এবং জয়পুর—এই তিন রাজ্যে নতুন করে করোনা সংক্রমণের খবর পাওয়া গেছে। স্বাস্থ্য দফতরের সূত্র অনুযায়ী, আক্রান্তদের সবারই উপসর্গ তুলনামূলকভাবে হালকা, এবং তারা সকলেই বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।চিকিৎসকদের মতে, বর্তমানে পরিস্থিতি গুরুতর নয়। তবুও, রাজ্য স্বাস্থ্য বিভাগ সতর্কতা অবলম্বন করেছে। সংক্রমণ যাতে ছড়াতে না পারে, সে জন্য বিভিন্ন জায়গায় নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি, মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে শুরু হয়েছে প্রচার অভিযান। মতে, এখন সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা।তাঁরা বলছেন,বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।হাত ধোওয়ার অভ্যাস গড়তে হবে এবংপ্রয়োজনে স্যানিটাইজার ব্যবহার করতে হবে।তাছাড়া, ভিড় এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় সামাজিক জমায়েত না করা, এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার দিকেও বাড়তি নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। মুহূর্তে ভয়ের কিছু নেই, তবে অবহেলা করাও চলবে না।”[গ্রাফিক্স: ‘করোনা আপডেটস | এই মুহূর্তে রাজ্যগুলিতে কোনো লকডাউন বা কড়াকড়ি নির্দেশনা জারি করা হয়নি। তবে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা।করোনা এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি—তাই সাবধানতা আর নিয়ম মেনে চলাই এখন আমাদের একমাত্র পথ।

Post Comment

You May Have Missed