×

খুমুলুং এলাকায় গোলাগুলি! আহত ২!

খুমুলুং এলাকায় গোলাগুলি! আহত ২!

!খুমুলুং এলাকায় সোমবার রাতে অজ্ঞাত কারণে গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন দুইজন – বিধু দেববর্মা এবং হরি কুমার দেববর্মা। ঘটনা রাধাপুর থানার জয় কৃষ্ণ এলাকায়। আহতদের প্রথমে খুমুলুং হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়েছে।ঘটনা স্থলে পৌঁছেছেন জিরানিয়া মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক কমল কৃষ্ণ কলই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত গোলাগুলির কারণ স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, দোষীদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Post Comment

You May Have Missed