ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত
অবসান হল অপেক্ষার। অবশেষে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতির ঘোষণা। আজ, শনিবার বিকেল পাঁচটা থেকে কার্যকর হয়েছে এই যুদ্ধবিরতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা করেন সোশ্যাল মিডিয়ায়। কিছুক্ষণের মধ্যেই ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি সাংবাদিক বৈঠকে জানান, দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা হয়েছে এবং আজ বিকেল পাঁচটা থেকে জল, স্থল ও আকাশপথে একে অপরের বিরুদ্ধে আর কোনও হামলা চালাবে না ভারত ও পাকিস্তান।বিকেল ৫টা ৪৫ মিনিটে এক সংক্ষিপ্ত সাংবাদিক বৈঠকে মিস্রি জানান, পাকিস্তান আজ দুপুর ৩টা ৩০ মিনিট নাগাদ ভারতের সঙ্গে ফোনে যোগাযোগ করে যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। ভারতও তাতে সম্মত হয়েছে।অন্যদিকে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইশাক দার সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। দেশে শান্তি ও সুরক্ষা বজায় রাখতে পাকিস্তান দৃঢ়প্রতিজ্ঞ।” পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও এই ঘোষণা নিশ্চিত করেছেন।ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, “ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে অভিযান বন্ধ করেছে। তবে জঙ্গিদের বিরুদ্ধে ভারতের লড়াই চলবে।”প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যু হয় ২৬ জন পুরুষ পর্যটকের। এই ঘটনার পর ভারতের সেনাবাহিনী ‘অপারেশন সিঁদুর’ শুরু করে। গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়। এরপর দু’দিন ধরে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। অবশেষে আজ সেই উত্তেজনার অবসান ঘটিয়ে ঘোষণা হল যুদ্ধবিরতির।
Post Comment