×

আগরতলা রেল স্টেশনে বাংলাদেশি নারীসহ ৩ জন আটক

আগরতলা রেল স্টেশনে বাংলাদেশি নারীসহ ৩ জন আটক

গোপন খবরের ভিত্তিতে তৎপর অভিযান চালিয়ে আগরতলা রেল স্টেশনে এক বাংলাদেশি নারীসহ তিনজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। ধৃতদের মধ্যে দুইজন ভারতীয় নাগরিকও রয়েছেন। জানা গেছে, তারা বেঙ্গালুরু অভিমুখে যাত্রার পরিকল্পনায় ছিলেন। শনিবার সকালে আগরতলা রেল স্টেশনে এক চাঞ্চল্যকর অভিযান চালায় রেল পুলিশ। সন্দেহজনক গতিবিধির কারণে আটক করা হয় তিনজনকে। যাচাই-বাছাই শেষে জানা যায়, ধৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক এবং বাকি দুইজন ভারতীয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা বেঙ্গালুরু যাচ্ছিলেন। তবে বাংলাদেশি নাগরিকটির বৈধ কাগজপত্র না থাকায় তাকে তৎক্ষণাৎ হেফাজতে নেয় পুলিশ।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আগরতলা রেল পুলিশের অফিসার ইন চার্জ তাপস দাস বলেন,
“আমরা গোপন সূত্রে খবর পেয়েছিলাম যে কিছু সন্দেহভাজন ব্যক্তি বেঙ্গালুরু যাওয়ার চেষ্টা করছেন। সেই ভিত্তিতে তল্লাশি চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। বাংলাদেশি নাগরিকের কোনও বৈধ ট্রাভেল ডকুমেন্ট নেই, এ বিষয়ে তদন্ত চলছে। ভারতীয় নাগরিকদের ভূমিকা নিয়েও আমরা তথ্য সংগ্রহ করছি।”

রেল পুলিশ সূত্রে খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা যাচ্ছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। বাংলাদেশি নারীর ভারতে প্রবেশের পথ, উদ্দেশ্য ও যোগাযোগ নেটওয়ার্ক খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনা অবৈধ অনুপ্রবেশ এবং মানব পাচারের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না নিরাপত্তা সংস্থাগুলো।
আগরতলা রেল স্টেশনে এই ধরনের তৎপরতা প্রশাসনের নজরদারির বহিঃপ্রকাশ। রেলপথকে ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে পুলিশের নজরদারি আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন ওসি তাপস দাস।

Post Comment

You May Have Missed