×

আগরতলা পুর নিগমের ড্রেন সংস্কার প্রকল্প পরিদর্শনে কমিশনার ড: বিশাল কুমার

আগরতলা পুর নিগমের ড্রেন সংস্কার প্রকল্প পরিদর্শনে কমিশনার ড: বিশাল কুমার

আগরতলা শহরকে আরও বাসযোগ্য ও জলজটমুক্ত করার লক্ষ্যে একের পর এক পদক্ষেপ নিচ্ছে আগরতলা পুর নিগম। এবার শহরের বিভিন্ন ওয়ার্ডে ড্রেন সংস্কারের কাজ হাতে নেওয়া হয়েছে পুর নিগমের পক্ষ থেকে। এই প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে আজ পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের কমিশনার তথা পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ড: বিশাল কুমার।আজ সকালে পুর নিগমের ৩২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মাস্টারপাড়া এলাকায় পৌছান ড: বিশাল কুমার। স্থানীয় কাউন্সিলর ও পুর নিগমের ইঞ্জিনিয়ারিং বিভাগের আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি পরিদর্শন করেন ড্রেন সংস্কারের বিভিন্ন কাজ।পুরনো ও অব্যবহৃত ড্রেনগুলিকে চিহ্নিত করে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। যাতে বর্ষাকালে জল জমে না থাকে এবং বাসিন্দারা সমস্যায় না পড়েন। জনস্বাস্থ্য ও পরিস্কার পরিচ্ছন্নতা আমাদের অগ্রাধিকারে রয়েছে।”এই প্রকল্পের আওতায় প্রতিটি ওয়ার্ডে ধাপে ধাপে ড্রেন সংস্কার করা হবে বলে জানান তিনি। মাস্টারপাড়া এলাকার বাসিন্দারাও এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন।ড্রেন সংস্কারের পাশাপাশি পুর নিগমের পক্ষ থেকে নিয়মিত নিকাশি ব্যবস্থার তদারকি ও রক্ষণাবেক্ষণের ওপরেও জোর দেওয়া হচ্ছে বলে জানা গেছে।আগামী দিনে আরও ওয়ার্ডে এই ধরণের প্রকল্প সম্প্রসারিত হবে বলে আশা করা যাচ্ছে। আগরতলাকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে এই ধরণের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

Post Comment

You May Have Missed