আগরতলার জি আর পি থানার পুলিশের হাতে ধরা পড়ল এক চাঞ্চল্যকর মানব পাচারকারী। ধৃত ব্যক্তির নাম জাকির হোসেন, যিনি সোনামুড়ার ধনপুর এলাকার বাসিন্দা। বহুদিন ধরেই তার বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ থাকলেও, এবার তাকে পাকড়াও করতে সক্ষম হল আগরতলা রেল পুলিশ।ঘটনাটি সামনে আসে যখন জি আর পি থানার পুলিশ রেলস্টেশনের আশেপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন জাকিরকে। প্রথমে তার গতিবিধি দেখে সন্দেহ হয়, এবং পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশি জেরার মুখে জাকির একাধিক তথ্য স্বীকার করে নেয়।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আগরতলা রেল পুলিশের অফিসার-ইন-চার্জ, তাপস দাস জানান—ধৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশীদের ভারতে প্রবেশ করতে সাহায্য করে। তার বিরুদ্ধে আগেও অভিযোগ উঠেছে, তবে এবার হাতেনাতে ধরা পড়েছে সে।তাপস দাস জানান, জাকির হোসেন একা নয়—তার সঙ্গে একটি চক্র কাজ করছে বলে সন্দেহ করা হচ্ছে। ইতিমধ্যেই ওই চক্রের অন্যান্য সদস্যদের খোঁজে অভিযান শুরু করেছে পুলিশ। জাকিরের মোবাইল ফোন ও কিছু নথি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা তদন্তে সহায়ক হবে বলে আশা করছে পুলিশ।এই ঘটনায় ধনপুর ও পার্শ্ববর্তী এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অনেকেই জানিয়েছেন যে, জাকির একজন ‘ভদ্র’ মানুষের মুখোশ পরে দীর্ঘদিন ধরে এই অপরাধ চালিয়ে যাচ্ছিল।রেল পুলিশের এই সাফল্য নিঃসন্দেহে মানব পাচারের বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে প্রশ্ন থেকে যায়—আর কে কে জড়িত এই চক্রে? এবং প্রশাসনের নজরদারি আরও কতটা কঠোর হলে এই ধরনের অপরাধ প্রতিরোধ করা যাবে?তদন্ত চলছে, এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে—এই চক্রকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলার জন্য সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হবে।