বিভিন্ন ডিপার্টমেন্টে ৪৭৯ জন কে চাকরি দিল রাজ্য সরকার
২৭শে এপ্রিল ২০২৫, আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হলো “নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান”।এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। অনুষ্ঠানটি শুরু হয় দুপুর ১২টা থেকে।নতুন নিয়োগপ্রাপ্ত কর্মীদের হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী স্বয়ং। এই কর্মসূচির মাধ্যমে সরকারের কর্মসংস্থান ও উন্নয়নমূলক নীতির প্রতিফলন ঘটবে বলে আশা করা হচ্ছে।মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, নবনিযুক্ত কর্মীরা তাঁদের নতুন দায়িত্বের সূচনার এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করেন । এই নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠান রাজ্যের কর্মসংস্থান পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি যুবসমাজের আত্মবিশ্বাস বাড়াতে একটি ইতিবাচক পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা।
Post Comment