×

বিশ্বজুড়ে কৃষিজমিতে বিষাক্ত ধাতুর ব্যাপক দূষণ – হুমকির মুখে খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্য

বিশ্বজুড়ে কৃষিজমিতে বিষাক্ত ধাতুর ব্যাপক দূষণ – হুমকির মুখে খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্য

নিজস্ব প্রতিনিধি : ভারত : প্রিয়াংকা বনিক : ২০ এপ্রিল বিশ্বব্যাপী নতুন এক গবেষণায় উঠে এসেছে চমকে দেওয়ার মতো তথ্য—বিশ্বের প্রায় ১৪ থেকে ১৭ শতাংশ ফসলি জমি, অর্থাৎ আনুমানিক ২৪২ মিলিয়ন হেক্টর, দূষিত হয়ে পড়েছে ভারী ধাতু দ্বারা। গবেষণা বলছে, এই জমিগুলোর অনেকগুলিতেই অন্তত একটি ভারী ধাতুর মাত্রা আন্তর্জাতিক নিরাপত্তা সীমা ছাড়িয়ে গেছে, যা কৃষি উৎপাদন এবং মানব স্বাস্থ্যের জন্য গভীর হুমকি তৈরি করছে।এই গবেষণার সবচেয়ে চমকপ্রদ দিক হল, নিম্ন-অক্ষাংশ ইউরেশিয়া জুড়ে একটি পূর্বে অজ্ঞাত “ধাতু-সমৃদ্ধ করিডোর” চিহ্নিত করা হয়েছে। এটি এমন এক বিস্তীর্ণ অঞ্চল যেখানে মাটিতে বিপজ্জনক মাত্রায় ভারী ধাতুর উপস্থিতি ধরা পড়েছে।বিশেষজ্ঞরা বলছেন, এই দূষণের ফলে ফসলের উৎপাদন কমে যাচ্ছে এবং খাদ্য শৃঙ্খলের মধ্যে দিয়ে বিষাক্ত ধাতু মানবদেহে প্রবেশ করছে। এতে কিডনির ক্ষতি, স্নায়বিক সমস্যা এবং এমনকি ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত বাড়ছে। সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় হল, এই ধাতুগুলি – যেমন ক্যাডমিয়াম, আর্সেনিক, নিকেল ও কোবাল্ট – মাটিতে দীর্ঘকাল থেকে যেতে পারে এবং ধীরে ধীরে মানবদেহে প্রবেশ করতে পারে।বিশেষ করে দক্ষিণ ও পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার কিছু অংশে এই দূষণের মাত্রা সবচেয়ে বেশি, যেখানে ক্যাডমিয়াম সবচেয়ে ছড়িয়ে পড়া দূষণকারী হিসেবে চিহ্নিত হয়েছে।গবেষণায় আরও বলা হয়েছে, মাটির এই দূষণ শুধু প্রাকৃতিক কারণে নয়, বরং খনি কার্যক্রম, শিল্পায়ন, আগ্নেয়গিরির কার্যকলাপ এবং অপ্রতুল সেচ ব্যবস্থার মতো মানুষের তৈরি কারণেও তৈরি হয়েছে।এই পরিস্থিতি মোকাবেলায় গবেষকরা আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত পদক্ষেপ নেওয়ার। তারা বলছেন, মাটির স্বাস্থ্য রক্ষায় জরুরি ভিত্তিতে পরিবেশগত আইন কঠোর করতে হবে, উন্নত পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করতে হবে, টেকসই কৃষিপদ্ধতি প্রয়োগ করতে হবে এবং জনসচেতনতা বাড়াতে হবে।বিশ্ব যখন প্রযুক্তিগত অগ্রগতির ফলে আরও বেশি ধাতুর চাহিদা তৈরি করছে, তখন এই ধরণের সতর্কবার্তা মানবসভ্যতার জন্য এক অমূল্য বার্তা বহন করছে।

Post Comment

You May Have Missed