×

ত্রিপুরায় ব্যাপক বৃষ্টিপাত, কিছু জেলায় কমলা সতর্কতা জারি

ত্রিপুরায় ব্যাপক বৃষ্টিপাত, কিছু জেলায় কমলা সতর্কতা জারি

নিজস্ব প্রতিনিধি : আগরতলা : ১৭ এপ্রিল

গত ২৪ ঘণ্টায় ত্রিপুরার বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মৌসম বিভাগের রিপোর্ট অনুযায়ী, আজ সকাল পর্যন্ত আগরতলায় ২৮.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পশ্চিম ত্রিপুরার এডিনগর ও বোধজং এলাকায় যথাক্রমে ৩৪.০ ও ৩৪.৫ এমএম বৃষ্টিপাত হয়েছে। লেম্বুছড়া, ডিএম অফিস এলাকা ও জিরানিয়ায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল যথাক্রমে ২২.৭, ২১.০ ও ৪৫.৫ এমএম। খুমলুঙে সর্বোচ্চ ৫১.০ এমএম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।সিপাহীজলা জেলার বিশালগড়ে ১৬.০ এমএম, বিশ্রামগঞ্জে ২.০ এমএম, গজারিয়ায় ৮.৪ এমএম এবং মোহনবাগে ১.৬ এমএম বৃষ্টিপাত হয়েছে। খোয়াই জেলায় ২৩.০ এমএম এবং তেলিয়ামুড়ায় ৫৭.০ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।উত্তর ত্রিপুরা জেলায় পানিসাগরে ৪৯.০ এমএম, কাঞ্চনপুরে ৫৩.৯ এমএম, কদমতলায় ১২.৫ এমএম এবং নতুনবাজারে ৩.০ এমএম বৃষ্টিপাত হয়েছে। ঊনকোটি জেলার কুমারঘাটে ৩৩.৬ এমএম এবং কৈলাসহরে ৪.০ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ধলাই জেলার গন্ডাছড়ায় মাত্র ১.০ এমএম এবং কমলপুরে ১৬.০ এমএম বৃষ্টিপাত হয়েছে।আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম ত্রিপুরা এবং সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই দুই জেলায় ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে। পাশাপাশি, রাজ্যের অন্যান্য জেলাগুলিতে ‘হলুদ সতর্কতা’ জারি রয়েছে।মৌসম বিভাগের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত রাজ্যে সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে সিপাহীজলা জেলায় (৬৩.০ এমএম) এবং সর্বনিম্ন বৃষ্টিপাত হয়েছে ধলাই জেলার গন্ডাছড়ায় (১.০ এমএম)। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এই বৃষ্টিপাতের ধারা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

Post Comment

You May Have Missed